“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”. This extract is taken from the drama-
A
King Lear
B
Macbeth
C
As You Like It
D
Hamlet
উত্তরের বিবরণ
Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”.
- উল্লেখিত লাইনটি শেক্সপিয়ারের Hamlet নাটক থেকে নেওয়া।
- লাইনটি Act 2, Scene 2-এর অন্তর্ভুক্ত। Hamlet এই কথাটি Rosencrantz-কে উদ্দেশ্য করে বলে।
• Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসেন তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 1 month ago
Squire Allworthy is a character from
Created: 1 month ago
A
A Tale of Tub
B
Jane Eyre
C
Sense and Sensibility
D
Tom Jones
Squire Allworthy চরিত্রটি এসেছে Henry Fielding-এর উপন্যাস Tom Jones (The History of Tom Jones, a Foundling) থেকে। এটি একটি comic novel, যা প্রথম প্রকাশিত হয় ১৭৪৯ সালে—অর্থাৎ ১৮শ শতকের প্রথমার্ধে। উপন্যাসটি মূলত রোমান্টিক প্লটের ওপর নির্মিত হলেও এটি Picaresque Novel-এরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia Western
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim ইত্যাদি
সারসংক্ষেপ
টম জোন্স নামের এক অনাথ শিশুকে গ্রামের ভদ্রলোক Squire Allworthy আশ্রয় দেন এবং লালন-পালন করেন। টম বড় হতে হতে সদয়, সৎ কিন্তু চঞ্চল ও কিছুটা উচ্ছৃঙ্খল যুবকে পরিণত হয়। সে প্রেমে পড়ে সম্ভ্রান্ত পরিবারের কন্যা Sophia Western-এর। কিন্তু তার জন্মপরিচয় নিয়ে অনিশ্চয়তা এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে নানা জটিলতার সৃষ্টি হয়। জীবনের পথে টম নানা সামাজিক সমস্যা ও বিচিত্র চরিত্রের মুখোমুখি হয়। সবশেষে সে নিজের প্রকৃত পরিচয় জানতে পারে এবং Sophia-কে বিয়ে করতে সক্ষম হয়।
Henry Fielding
-
তাঁকে Samuel Richardson-এর সঙ্গে “Father of the Modern English Novel” বলা হয়।
-
তিনি বিশেষভাবে Picaresque Novel রচনার জন্য খ্যাত।
-
তাঁর ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
প্রধান রচনা
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
অন্য বিকল্পগুলো
-
A Tale of a Tub — Jonathan Swift
-
Jane Eyre — Charlotte Brontë
-
Sense and Sensibility — Jane Austen
0
Updated: 1 month ago
The Good Morrow was written by -
Created: 2 months ago
A
Alexander Pope
B
T. S Eliot
C
John Donne
D
W. B. Yeats
0
Updated: 2 months ago
Who tries to stop Elizabeth’s marriage with Darcy?
Created: 1 month ago
A
Caroline Bingley
B
Lady Catherine de Bourgh
C
Mr. Collins
D
Lydia Bennet
Lady Catherine Darcy-র ধনী ফুফু। তিনি চান Darcy তার মেয়ে Anne-এর সঙ্গে বিয়ে করুক। তাই Elizabeth-কে ভয় দেখাতে আসেন এবং বলেন, “তুমি Darcy-এর যোগ্য নও।” কিন্তু Elizabeth নির্ভীকভাবে উত্তর দেয় যে নিজের সুখ সে নিজেই বেছে নেবে। Austen দেখান—Elizabeth সমাজের চাপ অস্বীকার করে নিজের স্বাধীনতাকে রক্ষা করে। এটাই তাকে Austen-এর সবচেয়ে শক্তিশালী নায়িকা করে।
0
Updated: 1 month ago