What is the noun form of the word “know”?
A
knowing
B
knowledge
C
knowledgeable
D
Known
উত্তরের বিবরণ
Know -(verb transitive), (verb intransitive) (past tense knew, past participle known)
জানা; অবগত হওয়া; কোনো কিছু সম্পর্কে সচেতন/জ্ঞাত থাকা।
• knowing (adjective)
- চতুর; জানে-শোনে এমন।
• knowledgeable (adjective)
- জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
• Known
- past participle know.
• knowledge(noun)
- জ্ঞান; অবগতি: অভিজ্ঞতা: জ্ঞানের পরিধি।
• Knowing এবং known- এই শব্দ দুটি noun হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এগুলোকে -ing যোগ করে এবং past participle form-এ এনে noun বানানো হচ্ছে।
- কিন্তু knowledge হল know-এর সবচেয়ে প্রচলিত noun রূপ।
- Oxford, Cambridge বা Merriam-Webster - dictionary এর Entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভূক্ত।
তাই, সঠিক উত্তর - Knowledge.
Source: Accessible Dictionary by Banggla Academy.
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Eclactic
B
Eclectik
C
Eclectic
D
Eclektic
Eclectic (Adjective)
-
English Meaning: Consisting of different types, methods, styles, etc.
-
Bangla Meaning: (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেওয়া
Example Sentence:
-
She has an eclectic taste in music, enjoying everything from classical to rock.
-
বাংলা অর্থ: তার সংগীতে বিচিত্র রুচি রয়েছে, ক্লাসিকাল থেকে রক পর্যন্ত সবই উপভোগ করে।
Source:
0
Updated: 1 month ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 month ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
“I shall help you provided you obey me”. Here the underlined word is a/an-
Created: 1 month ago
A
adverb
B
adjective
C
conjunction
D
verb
Provided / Provided that
“Provided” বা “Provided that” হলো একটি conjunction (যোগসূত্র) যা শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত “if” বা “only if” অর্থে ব্যবহৃত হয়।
এটি দুটি clause (বাক্যাংশ) কে সংযুক্ত করে – একটি প্রধান বাক্য এবং একটি শর্তসূচক বাক্য।
2. উদাহরণ বাক্য:
-
I shall help you provided you obey me.
-
বাংলা অর্থ: আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমার কথা মানো।
-
এখানে provided দুটি clause “I shall help you” এবং “you obey me” কে সংযুক্ত করছে।
-
3. আরও উদাহরণ:
-
Anyone can come on the trip provided that they follow the rules.
-
যদি তারা নিয়ম মেনে চলে, তবে কেউ যাত্রায় আসতে পারবে।
-
-
Provided that the boat leaves on time, we should reach France by morning.
-
যদি নৌকা সময়মতো ছেড়ে যায়, আমরা সকালে ফ্রান্স পৌঁছাতে পারব।
-
-
The flight will take off provided that the weather is good.
-
যদি আবহাওয়া ভালো থাকে, উড়ান শুরু হবে।
-
সারসংক্ষেপ:
“Provided / Provided that” দিয়ে বাক্যকে শর্তমূলক (conditional) অর্থ দেওয়া যায়। এটি if / only if এর সমার্থক।
উৎস: Swan, Michael. Practical English Usage, Oxford University Press.
0
Updated: 1 month ago