“Who's that?” In this sentence “that” is a/an-
A
pronoun
B
conjunction
C
adjective
D
adverb
উত্তরের বিবরণ
That শব্দের ব্যবহার ও শ্রেণিবিভাগ
- 
That শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়: - 
Determiner (Adjective) 
- 
Pronoun 
- 
Conjunction 
- 
Adverb 
 
- 
- 
প্রশ্নে that demonstrative pronoun হিসেবে ব্যবহার হয়েছে। - 
Demonstrative pronoun এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। উদাহরণ: - 
“This is an apple.” 
- 
“That is my computer.” 
- 
“Who is that?” → “That is Mita.” 
 
- 
- 
Demonstrative pronoun বাক্যের subject, direct object, indirect object বা prepositional object হিসেবে আসতে পারে। প্রশ্নের বাক্যে that একটি object হিসেবে এসেছে। 
- 
সুতরাং, সঠিক উত্তর: Pronoun। 
 
- 
- 
অন্য প্রেক্ষাপটে that-এর ব্যবহার: - 
Adjective (Determiner) - 
যখন that কোনো noun কে modify করে। 
 উদাহরণ: “That house is mine.”
 
- 
- 
Adverb - 
যখন that অন্য adverb বা adjective কে modify করে। 
 উদাহরণ: “Do not go that far.” (far → adverb, that → modifies far)
 
- 
- 
Conjunction - 
যখন that দুটি clause যুক্ত করে। 
 উদাহরণ: “The weather was so bad that I stayed indoors.”
 
- 
 
- 
উৎস: Oxford Learner's Dictionaries
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
• All the words are correctly spelled.
• Options:
- 
ক) Amateur (Noun) - 
English Meaning: A person who is incompetent or inept at a particular activity 
- 
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ 
 
- 
- 
খ) Indispensable (Adjective) - 
English Meaning: Absolutely necessary 
- 
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয় 
 
- 
- 
গ) Dilapidated (Adjective) - 
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect 
- 
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত 
 
- 
- 
ঘ) Secretariat (Noun) - 
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one 
- 
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয় 
 
- 
Source:
- 
Cambridge Dictionary 
- 
Merriam-Webster Dictionary 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The synonym of 'Dilapidated'-
Created: 1 month ago
A
Smart
B
Agitated
C
Shabby
D
Fortified
Dilapidated শব্দটির অর্থ ও সমার্থক বোঝার জন্য আমরা এর সংজ্ঞা ও প্রাসঙ্গিক অপশনগুলো বিশ্লেষণ করি।
- 
Dilapidated (adjective) - 
ইংরেজি অর্থ: old and in poor condition; (esp. of a structure) in bad condition and needing repair 
- 
বাংলা অর্থ: জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত 
 
- 
- 
দেওয়া অপশনগুলো: - 
ক) Smart - চটপটে; ছিমছাম 
- 
খ) Agitated - উত্তেজিত; বিক্ষুব্ধ 
- 
গ) Shabby - জীর্ণ; হীন; নিকৃষ্ট 
- 
ঘ) Fortified - সুরক্ষিত; সমর্থন করা; উত্কর্ষবৃদ্ধি করা 
 
- 
- 
অপশনগুলোর অর্থ অনুযায়ী, Dilapidated এর সমার্থক শব্দ হলো Shabby। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The expression 'break a leg' means-
Created: 2 months ago
A
To trick someone
B
To avoid taking risks
C
To fail at something
D
To wish someone good luck
Idiom: “Break a Leg”
- 
Meaning: - 
English: Used to wish someone good luck, especially a performer 
- 
Bangla: শুভকামনা জানানো 
 
- 
- 
Example Sentence: - 
Break a leg! Show them why you're the best candidate. 
- 
Bangla: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী। 
 
- 
- 
Usage Context: - 
Commonly used in theatre, exams, or competitions to wish success without saying “good luck” directly 
 
- 
- 
Sources: - 
Cambridge Dictionary 
- 
Merriam-Webster Dictionary 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago