Choose the word opposite in meaning to “terse”-
A
concise
B
detailed
C
expressive
D
descriptive
উত্তরের বিবরণ
Terse (adjective)
-
অর্থ: সংক্ষিপ্ত, লাগসই এবং অতিরিক্ত কথাবার্তা বা বাহুল্যহীন। সাধারণত বক্তৃতা বা লেখা সংক্রান্ত বাগভঙ্গির জন্য ব্যবহৃত হয়।
প্রদত্ত অপশনগুলোর অর্থ:
-
ক) concise (adjective) – সংক্ষিপ্ত; অল্প কথায় প্রয়োজনীয় তথ্য ব্যক্ত করা।
-
খ) detailed (noun) – বিস্তারিত; খুঁটিনাটি তথ্য বা উপাত্ত।
-
গ) expressive (adjective) – প্রকাশমুখী; ভাবপূর্ণ বা আবেগ প্রকাশ করে এমন।
-
ঘ) descriptive (adjective) – বর্ণনামূলক; জিনিস বা ঘটনার বিস্তারিত বর্ণনা প্রদানকারী।
বিশ্লেষণ:
“Terse” শব্দের অর্থ সংক্ষিপ্ত ও বাহুল্যহীন। এটির বিপরীত অর্থের শব্দ হবে “detailed,” কারণ detailed মানে হচ্ছে খুঁটিনাটি বা বিশদভাবে বর্ণনা করা।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 1 month ago
Her return to Bangladesh is uncertain.
The underlined phrase is -
Created: 1 month ago
A
Adjective Phrase
B
Adverb Phrase
C
Noun Phrase
D
Prepositional Phrase
• Correct answer: Noun Phrase
Analysis of the sentence:
-
Sentence: Her return to Bangladesh is uncertain.
-
Subject: "Her return to Bangladesh"
-
Reasoning:
-
"Return" is a noun, and "Her" is a possessive determiner specifying whose return.
-
"To Bangladesh" is a prepositional phrase modifying "return."
-
Together, the phrase functions as a single noun unit, representing the subject of the sentence.
-
Why not other options:
-
Adjective Phrase: No, it is not modifying a noun.
-
Adverb Phrase: No, it is not modifying a verb, adjective, or adverb.
-
Prepositional Phrase: No, although "to Bangladesh" is a prepositional phrase, the entire phrase is a noun phrase.
0
Updated: 1 month ago
The phrase 'to make good' refers to-
Created: 2 months ago
A
To create something valuable
B
To compensate for a loss
C
To succeed in doing something
D
To prepare food properly
Meaning of “Make Good”
-
Phrase: to make good
-
Correct Option: খ) To compensate for a loss
-
English Meaning:
-
To become successful, usually rich
-
To compensate
-
To prove to be capable
-
-
Bangla Meaning:
-
সফল হওয়া
-
ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
-
Example Sentence:
-
He promised to make good the damage caused by the accident.
-
Bangla: তিনি দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
-
-
Sources:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Merriam-Webster Dictionary
-
0
Updated: 2 months ago
Fill in the blank with the appropriate article: ‘The mother seized ________ boy by the collar.'
Created: 1 month ago
A
the
B
an
C
a
D
none of the above
সঠিক উত্তর: ক) the
Complete sentence: The mother seized the boy by the collar.
ব্যাখ্যা:
-
boy এখানে definite অর্থে ব্যবহার হয়েছে, কারণ:
-
কোন ছেলের কথা বলা হচ্ছে তা নির্দিষ্ট (the mother already knew which boy)।
-
"by the collar" অংশটিও এটিকে definite করে তুলছে, অর্থাৎ boy-এর নিজের collar ধরা হয়েছে।
-
Article:
-
Articles সাধারণত noun বা pronoun-এর আগে বসে, তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা/অনির্দিষ্টতা প্রকাশ করে।
-
Articles প্রধানত দুটি ভাগে বিভক্ত:
-
Indefinite Articles: a, an → নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করে না।
-
Definite Article: the → কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়।
-
0
Updated: 1 month ago