Choose the synonym of “Obfuscate”:
A
Confuse
B
Sparse
C
Satiable
D
Melody
উত্তরের বিবরণ
Obfuscate
-
English meaning: to make something less clear and harder to understand, especially intentionally.
-
Bangla meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।
Options:
ক) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
খ) Sparse – পাতলাভাবে ছড়ানো; বিরল।
গ) Satiable – (আনুষ্ঠানিক) সম্পূর্ণ পরিতৃপ্ত করা যায় এমন; পরিতর্পণীয়।
ঘ) Melody – সুমিষ্ট গীত; সুস্বর; সুতান।
Correct synonym: Confuse (ক)
Source: Cambridge & Accessible Dictionary
0
Updated: 1 month ago
Choose the correct synonym of "Obfuscate":
Created: 1 month ago
A
Clarify
B
Confuse
C
Explode
D
Reveal
সঠিক উত্তর হলো খ) Confuse।
Obfuscate
-
বাংলা অর্থ: আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।
-
English Meaning: to throw into shadow; darken।
Confuse
-
বাংলা অর্থ: গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
-
English Meaning: to disturb in mind or purpose; throw off।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) Clarify — বাংলা: পরিষ্কার করা বা হওয়া; English: to make understandable।
-
গ) Explode — বাংলা: উচ্চরবে বিস্ফোরিত করানো বা হওয়া; English: to burst forth with sudden violence or noise from internal energy।
-
ঘ) Revive — বাংলা: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; English: to return to consciousness or life; become active or flourishing again।
অর্থাৎ, Obfuscate বা বিভ্রান্ত করার সমার্থক শব্দ হিসেবে Confuse সবচেয়ে সঠিক।
0
Updated: 1 month ago
What is the primary meaning of the verb "propitiate"?
Created: 1 month ago
A
To deliberately anger someone
B
To ignore someone's feelings
C
To challenge a deity or authority
D
To please and calm a god or person who is annoyed
Propitiate একটি transitive verb, যা বোঝায় কোনো রাগান্বিত ব্যক্তি বা দেবতাকে শান্ত করা, সন্তুষ্ট করা বা প্রসন্ন করার জন্য কিছু করা। সাধারণত এটি আনুষ্ঠানিক বা ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Propitiate (Verb transitive)
English Meaning: To please and calm a god or person who is annoyed with you
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা -
Correct Answer: To please and calm a god or person who is annoyed
-
Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট করা), Appease (পরিতুষ্ট করা), Assuage (আশ্বাস দেওয়া)
-
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (কোপান্বিত করা), Infuriate (রাগান্বিত করা), Outrage (ক্ষুব্ধ করা)
-
Other Forms:
-
Propitiation (noun): প্রসাদন; প্রায়শ্চিত্ত
-
Propitiatory (adjective): প্রসন্ন করার উদ্দেশ্যে; প্রসন্নকর; শান্তিক
-
-
Example Sentences:
-
In those days, people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
-
He made an offering to propitiate the angry gods.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which of the following is a synonym of "Tenuous"?
Created: 1 month ago
A
Aggravate
B
Prevalent
C
Slender
D
Solid
The correct answer: গ) Slender
Tenuous (adjective):
-
English Meaning: A tenuous connection, idea, or situation is weak and possibly does not exist.
-
Bangla Meaning: ক্ষীণ; সরু।
Synonyms:
-
Paltry: তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন
-
Slender: সরু
-
Frail: দুর্বল; নাজুক; পলকা; ক্ষণস্থায়ী; রোগা
Antonyms:
-
Valid: সঠিক, আনুষ্ঠানিকতাসহ কার্যকর; বৈধ
-
Solid: কঠিন; তরল বা বায়বীয় নয়
-
Substantial: মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত; সুদৃঢ়; সংহত
Example Sentences:
-
Their relationship was based on a tenuous understanding.
-
The evidence for his claim is very tenuous.
Other options:
-
Aggravate: উত্তক্ত/প্রকোপিত করা, খেপানো
-
Prevalent: সাধারণ; ব্যাপক
Source: Live MCQ Lecture
0
Updated: 1 month ago