Although he tried hard, he could not solve the problem. Here, the underlined part is -
A
Adverb Clause of Concession
B
Adverbial Clause of Reason
C
Adverb Clause of Condition
D
Adverb Clause of Purpose
উত্তরের বিবরণ
Sentence: Although he tried hard, he could not solve the problem.
Underlined part (‘Although he tried hard’) is: Adverb clause of concession
Explanation:
- 
Adverb clause of supposition/concession/contrast – একটি clause যা principal clause-এর verb সংঘটিত হবার বিপরীত কোনো কিছু বোঝায়। 
- 
Principal clause-এর verb কে ‘কী সত্ত্বেও’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। 
- 
উদাহরণ: - 
“কী সত্ত্বেও সে problem solve করতে পারলো না?” → উত্তর: Although he tried hard. 
 
- 
- 
তাই এটি Adverb clause of concession। 
- 
Adverb clause of supposition/concession/contrast একই রকম। 
Other Types of Adverb Clauses:
- 
Adverbial clause of reason – Verb সংঘটিত হবার কারণ বোঝায়। - 
প্রশ্ন: Why principal clause-এর verb সংঘটিত হলো? 
- 
Conjunction: because, as, since 
- 
Example: He could not go to school because he was ill. 
 
- 
- 
Adverb clause of condition – শর্ত বোঝায়। - 
Conjunction: if, whether, unless, but, for, otherwise, provided, suppose 
- 
Example: If you come, I shall go. 
 
- 
- 
Adverb clause of purpose – Principal clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে। - 
Conjunction: so that, in order that, lest 
- 
Example: Walk fast lest you should miss the train. 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Identify the coordinate clause:
Created: 1 month ago
A
I will call you after I finish my homework.
B
He came and he saw everything.
C
She said that she was tired.
D
Although it was late, they continued working.
সঠিক উত্তর: খ) He came and he saw everything
- 
এখানে দুটি principal clause আছে: - 
He came 
- 
He saw everything 
 
- 
- 
এই দুটি clause "and" দ্বারা যুক্ত। 
- 
তাই এটি একটি coordinate clause। 
Coordinate Clause:
- 
দুই বা ততোধিক সমশ্রেণীর clause যদি কোনো coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তাদেরকে coordinate clause বলা হয়। 
- 
যদি একটি clause হয় principal, অন্যটিও principal clause হলে এবং coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তাদেরকে clause conjunction বলা হয়। 
- 
উদাহরণ: He came and he saw everything. 
অন্য বিকল্পসমূহ:
- 
ক) I will call you after I finish my homework. - 
এখানে after I finish my homework হলো subordinate clause, কারণ এটি principal clause I will call you এর উপর নির্ভরশীল। 
 
- 
- 
গ) She said that she was tired. - 
এখানে that she was tired হলো noun clause, যা verb said এর object হিসেবে কাজ করছে। 
 
- 
- 
ঘ) Although it was late, they continued working. - 
এখানে Although it was late হলো subordinate clause, যা principal clause they continued working এর উপর নির্ভরশীল। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Identify the adverbial clause of manner:
Created: 1 month ago
A
You can travel however you like.
B
We shall start when he comes.
C
He stayed at home because it was raining.
D
If you come I shall go.
সঠিক উত্তর: ক) You can travel however you like
ব্যাখ্যা:
- 
এখানে "however you like" একটি adverbial clause of manner, কারণ এটি বর্ণনা করে কীভাবে "you can travel" হবে। 
- 
"However" এখানে manner বোঝায়। 
Adverbial Clauses of Manner:
- 
Principal Clause-এর কাজ কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে। 
- 
সাধারণত এগুলো শুরু হয় as, like, how, however ইত্যাদি conjunction দিয়ে। 
- 
অধিকাংশ ক্ষেত্রে, এই Subordinating Conjunction গুলো principal clause-এর পরে বসে। 
উদাহরণ:
- 
You can travel however you like. 
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
- 
খ) We shall start when he comes → adverbial clause of time (কখন আমরা শুরু করব) 
- 
গ) He stayed at home because it was raining → adverbial clause of reason (কারণ) 
- 
ঘ) If you come I shall go → adverbial clause of condition (শর্ত) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
As the sun _______, I decided to go out.
Created: 4 days ago
A
shines
B
has shone
C
shine
D
was shining
সূর্য যখন অস্ত যেতে থাকে, তখন পরিবেশে এক প্রকার শান্ত ও মনোমুগ্ধকর অনুভূতি তৈরি হয়। বাক্যটি “As the sun _______, I decided to go out.” — এখানে বোঝানো হয়েছে, সূর্য অস্ত যাচ্ছিল ঠিক তখনই বক্তা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এখানে অতীতকালের একটি ক্রিয়া ব্যবহারের প্রয়োজন, যা ঘটনার প্রক্রিয়াধর্মীতা প্রকাশ করে।
ব্যাখ্যা:
– “was shining” হলো past continuous tense, যা বোঝায় কোনো কাজ অতীতে চলমান ছিল।
– বাক্যটি “As the sun was shining, I decided to go out.” অর্থাৎ “সূর্য যখন উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।”
– এখানে “was shining” দ্বারা বোঝানো হয়েছে, সূর্যের আলো তখনও পড়ছিল; অর্থাৎ ক্রিয়াটি সম্পূর্ণ হয়নি, বরং চলমান ছিল।
– অন্য বিকল্পগুলো এই প্রেক্ষিতে সঠিক নয়—
- 
“shines” বর্তমান কালের (present simple), যা সাধারণ সত্য বোঝাতে ব্যবহৃত হয়; কিন্তু বাক্যটি অতীতের ঘটনা। 
- 
“has shone” হলো present perfect tense, যা বর্তমানের সঙ্গে সম্পর্কিত; অতীতের নির্দিষ্ট সময়ের ঘটনার জন্য এটি ভুল। 
- 
“shine” মূল ক্রিয়া (base form), যা tense-এর সঙ্গে মেলে না। 
 – তাই সঠিক ও অর্থবোধক বাক্য গঠনের জন্য “was shining” ব্যবহৃত হওয়াই যথাযথ।
অতএব, বাক্যটির সঠিক রূপ হবে:
As the sun was shining, I decided to go out.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 days ago