A
Occurrance
B
Occurrence
C
Occurence
D
Occurannce
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) Occurrence
Occurrence
-
English Meaning: Something that happens.
-
Bangla Meaning: ঘটনা; ঘটনার ক্রিয়া বা ঘটনার ব্যাপার; সংঘটন।
Example Sentences:
-
Street-fights are an everyday occurrence in this area of the city.
-
Vandalism used to be a rare occurrence.
-
The occurrence of cancer increases with age.
Source: Cambridge Dictionary

0
Updated: 21 hours ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
The train is running in time.
B
The train is running on time.
C
The train is running with time.
D
The train is running to time.
সুনির্দিষ্ট সময় বোঝাতে "on time" ব্যবহার করা হয়।
যেমন, ট্রেন ঠিক সময়ে ছেড়ে চলে, তাই বলবো "The train is running on time."
অন্য অপশনগুলো ভুল, কারণ:
-
কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে বা সময়মতো হওয়া বুঝাতে "in time" ব্যবহার হয়।
-
উদাহরণস্বরূপ: "The train came on time but we arrived in time to get good seats."
এখানে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছে (on time), আর আমরা সময়ের আগে পৌঁছে ভালো সিট পেয়েছি (in time)।
যেকোনো জিনিস নির্দিষ্ট সময়ে ঠিক ঠিক হলে "on time" এবং সময়ের আগে বা দেরি না করে হলে "in time" ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
What will be the correct preposition to complete the sentence? 'I am not bad ____ tennis'.
Created: 3 months ago
A
in
B
at
C
about
D
with
• Bad at something:
English meaning: These words describe a person who lacks skill in doing something.
• The word with the broadest use is bad. You can be bad at something or bad at doing something.
Example: We’re really bad at predicting future costs.
• দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
যেমনঃ
He is bad/good at cricket. [a bad/good player]
Running is bad/good for you. [unhealthy/healthy]
I am not bad at tennis.
He is good at chess.
Complete sentence: I am not bad at tennis.
Source: Cambridge Dictionary.

0
Updated: 3 months ago