The following is a summary of events.
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
উত্তরের বিবরণ
Sentence: The following is a summary of events.
‘following’ is: Noun
Explanation:
-
এখানে “following” একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ “নিম্নলিখিত বিষয়সমূহ”।
-
এটি বাক্যের subject হিসেবে কাজ করছে।
Following [Noun]
-
English meaning: (used with either a singular or a plural verb, depending on whether you are talking about one thing or person or several things or people) The thing or things that you will mention next; the person or people that you will mention next.
-
Bangla meaning: পরবর্তী বিষয়/ব্যক্তি বা নিম্নলিখিত বিষয়/ব্যক্তি।
Example Sentences:
-
The following is a summary of events.
-
The following have been chosen to take part: Watts, Hodges and Lennox.
-
Your report must include the following: the artist's name and the title of the song.
Source: Oxford Dictionary
0
Updated: 1 month ago
'A herd of cattle is passing.' The underlined word is a/an -
Created: 1 month ago
A
adverb
B
adjective
C
collective noun
D
abstract noun
Herd (Noun) শব্দের অর্থ হলো একটি বৃহৎ পশুর দল, বিশেষ করে পা থাকা স্তন্যপায়ী প্রাণীর দল, যারা একসাথে বাস করে, খাবার খায় বা অভিবাসন করে, অথবা যাদের পশুপালনের জন্য একসাথে রাখা হয়। বাংলা অর্থ হলো বিশেষত গবাদিপশুর দল বা পাল। এটি একটি Collective Noun।
Collective Noun হলো এমন একটি শব্দ যা একত্রিত কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় এবং একটিমাত্র একক হিসেবে উল্লেখ করা হয়। সহজভাবে বলতে গেলে, কিছু সাধারণ নাম (Common Noun) একত্রিত হয়ে যা বোঝায় তাকে Collective Noun বলা হয়। কিছু উদাহরণ হলো cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority ইত্যাদি।
Collective Noun কে কখনো কখনো Common Noun এ রূপান্তর করা যায় যদি এর আগে সংখ্যা ব্যবহার করা হয় বা পরে s/es যোগ করা হয়। যেমন:
-
Three committees drafted proposals for revising the rules. এখানে committees একটি Common Noun, কারণ এর আগে সংখ্যা three বসানো হয়েছে।
-
Committee (বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি) সাধারণত একটি Collective Noun।
অন্যদিকে, Collective Noun এর আগে যদি article বসানো হয়, তবে তা তখনও Collective Noun হিসাবে থাকে এবং Common Noun এ পরিণত হয় না।
0
Updated: 1 month ago
The study or theory of knowledge is called-
Created: 1 month ago
A
Psychology
B
Epistemology
C
Etymology
D
Philology
The study or theory of knowledge is called "Epistemology".
Epistemology (Noun)
-
English Meaning: The study or theory of knowledge, especially regarding its methods, validity, scope, and the distinction between justified belief and opinion.
-
Bangla Meaning: জ্ঞানতত্ত্ব।
Other options:
-
Psychology: The science of mind and behavior; মনোবিদ্যা বা মনোবিজ্ঞান।
-
Etymology: The study of the origin and history of words; শব্দের উৎপত্তি ও ইতিহাসসংক্রান্ত বিজ্ঞান।
-
Philology: The study of language, including its structure, historical development, and relationships; ভাষাবিজ্ঞান বা ভাষাতত্ত্ব।
0
Updated: 1 month ago
The battle of good versus evil. The word “good” is used as a:
Created: 2 months ago
A
Adjective
B
Adverb
C
Noun
D
Verb
Good as a Noun
-
English Meaning: something conforming to the moral order of the universe
-
Bangla Meaning: যা কিছু ভালো, যা কিছু ন্যায়, শুভ বা কল্যাণকর
-
Example Sentence:
-
The battle of good versus evil.
-
বাংলা অর্থ: ভালোর বিরুদ্ধে মন্দের যুদ্ধ।
-
She believes there is some good in everyone.
-
বাংলা অর্থ: সে বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে।
-
Other Parts of Speech
| Part of Speech | Example | Bangla Meaning |
|---|---|---|
| Adjective | Keep up the good work. | ভালো কাজ চালিয়ে যাও। |
| Adverb | The team is doing good this year. | দলটি এ বছর ভালো করছে। |
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary
0
Updated: 2 months ago