I invited some of my colleagues, but not all. Here, 'all' is -
A
Adjective
B
Preposition
C
Pronoun
D
Conjunction
উত্তরের বিবরণ
Sentence: I invited some of my colleagues, but not all.
‘all’ is: Pronoun
Explanation:
-
এখানে “all” শব্দটি একটি indefinite pronoun (অনির্দিষ্ট সর্বনাম) হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এটি “all of my colleagues” বা “সব সহকর্মী” বোঝাতে ব্যবহৃত হয়েছে।
-
এখানে all কোন noun-এর পরিবর্তে এসেছে।
-
পূর্ণ বাক্য থেকে বোঝা যায়: not all [of my colleagues] → এখানে all মানে all of my colleagues।
All [Pronoun]
-
English meaning: The whole number or amount.
-
Bangla meaning: প্রত্যেকে; সবটা।
Example Sentences:
-
All of the food has gone.
-
They've eaten all of it.
-
They've eaten it all.
Source: Oxford Dictionary
0
Updated: 1 month ago
Before which of the following is an article not used?
Created: 2 months ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।
0
Updated: 2 months ago
My uncle has three sons, ____ work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?
Created: 5 months ago
A
all of them
B
who all
C
they all
D
all of whom
• যেহেতু বাক্যটিতে দুটি clause রয়েছে, তাই সেগুলো যুক্ত করতে শূন্যস্থানে একটি relative pronoun ব্যবহার করতে হবে।
• Relative pronoun গুলো অনেক সময় conjunction হিসেবেও কাজ করে।
-
অপশন ক) all of them এবং গ) they all — এই দুইটিতে কোনো relative pronoun নেই, তাই এগুলো ব্যাকরণগতভাবে সঠিক নয়।
-
অন্যদিকে, who all প্রয়োগ করাও ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে সঠিক নয়।
সঠিক ও গ্রহণযোগ্য রূপ হচ্ছে all of whom, যা একটি relative pronoun এবং এটি সকল নিয়ম মেনে শূন্যস্থানে বসানো যায়।
এইভাবে বাক্যটি হবে:
My uncle has three sons, all of whom work in the same office.
অর্থ: “আমার আঙ্কেলের তিনজন পুত্র আছে, যাদের সবাই একই অফিসে কাজ করে।”
0
Updated: 5 months ago
“Who's that?” In this sentence “that” is a/an-
Created: 1 month ago
A
pronoun
B
conjunction
C
adjective
D
adverb
That শব্দের ব্যবহার ও শ্রেণিবিভাগ
-
That শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়:
-
Determiner (Adjective)
-
Pronoun
-
Conjunction
-
Adverb
-
-
প্রশ্নে that demonstrative pronoun হিসেবে ব্যবহার হয়েছে।
-
Demonstrative pronoun এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। উদাহরণ:
-
“This is an apple.”
-
“That is my computer.”
-
“Who is that?” → “That is Mita.”
-
-
Demonstrative pronoun বাক্যের subject, direct object, indirect object বা prepositional object হিসেবে আসতে পারে। প্রশ্নের বাক্যে that একটি object হিসেবে এসেছে।
-
সুতরাং, সঠিক উত্তর: Pronoun।
-
-
অন্য প্রেক্ষাপটে that-এর ব্যবহার:
-
Adjective (Determiner)
-
যখন that কোনো noun কে modify করে।
উদাহরণ: “That house is mine.”
-
-
Adverb
-
যখন that অন্য adverb বা adjective কে modify করে।
উদাহরণ: “Do not go that far.” (far → adverb, that → modifies far)
-
-
Conjunction
-
যখন that দুটি clause যুক্ত করে।
উদাহরণ: “The weather was so bad that I stayed indoors.”
-
-
উৎস: Oxford Learner's Dictionaries
0
Updated: 1 month ago