"Bite your tongue" means:
A
To hurt your mouth
B
To say something angrily
C
To hold back what you want to say
D
To taste something unpleasant
উত্তরের বিবরণ
Correct Answer: To hold back what you want to say
Bite your tongue
-
English meaning: To stop yourself from saying something that you would really like to say.
-
Bangla meaning: নিজের কথা চেপে রাখা বা যা ভাবছো তা না বলা।
Example:
-
I wanted to tell him exactly what I thought of him, but I had to bite my tongue.
-
I wanted to tell him he looked ridiculous, but I bit my tongue.
Source: Cambridge Dictionary
0
Updated: 1 month ago
Which of the following is closest in meaning to "hoax"?
Created: 1 month ago
A
Authenticity
B
Deception
C
Reality
D
Integrity
• The closest in meaning to 'Hoax' is - Deception.
• Hoax (noun)
English Meaning: a humorous or malicious trick; something intended to deceive.
Bangla Meaning: প্রতারণা; ছল।
অপশন আলোচনা:
- Authenticity - প্রামাণিকতা; সত্যতা।
- Deception - প্রতারণা; ছল।
- Reality - বাস্তবতা; সত্যতা।
- Integrity - সততা; অখণ্ডতা।
Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 1 month ago
The word “constellation” means -
Created: 1 month ago
A
A weather pattern
B
A group of stars
C
A type of cloud
D
A flying object
Constellation বলতে বোঝায় আকাশের একটি নির্দিষ্ট আকারে সাজানো নক্ষত্রপুঞ্জ, যাকে একটি বিশেষ নাম দেওয়া হয়। এটি মহাজাগতিক পর্যবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন constellation মানুষকে দিকনির্দেশনা, ঋতু নির্ধারণ এবং জ্যোতির্বিজ্ঞানে বিশেষ তাৎপর্য বহন করে।
-
Constellation
-
Bangla Meaning: নক্ষত্রপুঞ্জ
-
English Meaning (Cambridge): A group of stars that forms a particular shape in the sky and has been given a name
-
Example: The constellation of Ursa Major is also known as the Great Bear (Ursa Major নামের নক্ষত্রপুঞ্জকে Great Bear নামেও ডাকা হয়)
-
অন্য বিকল্পগুলো:
-
A weather pattern (আবহাওয়ার ধারা) – constellation-এর সাথে আবহাওয়ার কোনো সম্পর্ক নেই।
-
A type of cloud (মেঘের ধরণ) – এটি সম্পূর্ণ ভিন্ন, কারণ constellation নক্ষত্র নিয়ে গঠিত।
-
A flying object (উড়ন্ত বস্তু) – constellation কোনো বস্তু নয় যা উড়ে, বরং স্থির নক্ষত্রগুচ্ছ।
চূড়ান্তভাবে বলা যায়, constellation মানেই আকাশে নক্ষত্রপুঞ্জের একটি নির্দিষ্ট গুচ্ছ, তাই সঠিক উত্তর হলো খ) A group of stars।
0
Updated: 1 month ago
Which is the opposite of 'Magnanimous'?
Created: 3 weeks ago
A
Generous
B
Noble
C
Mean
D
Alfresco
Correct answer হলো গ) Mean, যা “ঘৃণ্য বা নিন্দনীয়” অর্থ প্রকাশ করে। Magnanimous বা Noble-এর মত ইতিবাচক অর্থের সঙ্গে এটি সম্পূর্ণ বিপরীত।
-
Magnanimous – মহানুভব; ইংরেজি অর্থ: showing or suggesting a lofty and courageous spirit.
-
Mean – ঘৃণ্য; জঘন্য; নিন্দনীয়; ইংরেজি অর্থ: to have in the mind as a purpose : intend.
-
Generous – উদার; সহৃদয়; ইংরেজি অর্থ: liberal in giving : openhanded.
-
Noble – মহৎ; মহান; মহানুভব; উদারমতি; ইংরেজি অর্থ: possessing outstanding qualities : illustrious.
-
Alfresco – (আহার) খোলা জায়গায়; চার দেয়ালের বাইরে; ইংরেজি অর্থ: taking place or located in the open air : outdoor, outdoors.
-
Base – যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; ইংরেজি অর্থ: the bottom of something considered as its support : foundation.
0
Updated: 3 weeks ago