A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

0
Updated: 21 hours ago
“The Tempest” opens with what dramatic event?
Created: 3 days ago
A
A royal wedding
B
A declaration of war
C
A magical banquet
D
A violent shipwreck (a tempest)
• নাটকের শিরোনাম The Tempest সরাসরি এর প্রথম দৃশ্যের (Act 1, Scene 1) সঙ্গে সম্পর্কিত। দর্শক প্রথমেই দেখে একটি জাহাজ যে ভয়ঙ্কর, জাদুকরীভাবে সৃষ্ট ঝড়ে ছিন্নভিন্ন হচ্ছে। দৃশ্যটি ভরপুর নাবিকদের উৎকণ্ঠিত চিৎকার, রাজকীয় যাত্রীদের ভীতিকর আর্তনাদ এবং বজ্রগর্জনের শব্দে, যা অবিলম্বে বিশৃঙ্খলা ও সংকটের সুর স্থাপন করে। এই নাটকীয় ঘটনা প্রসপেরোর প্রথম প্রতিশোধের কাজ এবং চরিত্রগুলোকে তার দ্বীপে ছড়িয়ে দিয়ে পুরো প্লটের সূচনা করে।

0
Updated: 3 days ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 21 hours ago
A
Voluptuous
B
Temperament
C
Supercillious
D
Sanctimonious
• The misspelled word is — গ) Supercillious
-
The correct spelling is Supercilious.
• Supercilious (Adjective)
-
English Meaning: behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important
-
Bangla Meaning: উন্নাসিক; সব কিছুকে ঘৃণা করে এমন, উদ্ধত, অহংকৃত, গর্বিত
• Other options:
-
ক) Voluptuous (Adjective) — ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর
-
খ) Temperament (Noun) — শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ
-
ঘ) Sanctimonious (Adjective) — লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 21 hours ago
“All the perfume of Arabia will not sweeten this little hand”-who said this?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Lady Macbeth’s Sleepwalking Line – Act 5, Scene 1
-
Scene: Act 5, Scene 1 – Lady Macbeth is sleepwalking.
-
Behavior: She obsessively tries to wash imagined blood of King Duncan from her hands.
-
Significance: The line reveals her overwhelming guilt and psychological torment over the murders.

0
Updated: 2 weeks ago