A
one-act play
B
three-act play
C
four-act play
D
five-act play
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: One-act play
Riders to the Sea
-
প্রকাশিত: ১৯০৩
-
এটি John Millington Synge রচিত একটি one-act play।
-
প্লে-টির প্রেক্ষাপট: Aran Islands, পশ্চিম আইরিশ উপকূল।
-
গল্পটি Synge-কে আরণ দ্বীপপুঞ্জে শোনা একটি গল্প থেকে অনুপ্রাণিত।
-
এটি সমালোচকদের দ্বারা dramatic literature-এর অন্যতম শ্রেষ্ঠ one-act play হিসেবে স্বীকৃত।
Plot Summary
-
মূল চরিত্র: Maurya, একজন বৃদ্ধ মহিলা।
-
Maurya জীবনের কঠিন দুঃখ, দুর্দশা এবং বেদনার মধ্যে তার সব পুরুষ সন্তানদের হারান, একমাত্র ছোট ছেলে Bartley বাকি থাকে।
-
শেষে দেখা যায়, তার ছোট ছেলেও সাগরে ডুবে মারা যায়।
-
Maurya-কে সাহিত্য জগতে most ill-fated character হিসেবে বিবেচনা করা হয়।
John Millington Synge
-
তিনি একজন Irish সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তি, মহান কাব্যিক নাট্যকার।
-
আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ জীবনকে চিত্রিত করেছেন।
-
প্রথমে তিনি musician হতে চেয়েছিলেন, তবে 1894 সালে সঙ্গীত ত্যাগ করে English Literature-এ মনোনিবেশ করেন।
Notable Works
-
In the Shadow of the Glen
-
Riders to the Sea
-
The Well of the Saints
-
The Tinker's Wedding
-
The Playboy of the Western World
-
Deirdre of the Sorrows
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman; Britannica

0
Updated: 21 hours ago
What hope does Adam finally realize after despair?
Created: 3 weeks ago
A
Eternal punishment only
B
Satan’s final victory
C
Promise of a future redeemer
D
Rebirth as angels
অবশেষে আদম উপলব্ধি করে যে ঈশ্বর মানবকে পুরোপুরি ধ্বংস করবেন না। একদিন একজন “উদ্ধারকর্তা” আসবেন, যিনি পাপ ধ্বংস করবেন। এটি খ্রিস্টের ভবিষ্যৎ আগমনের ইঙ্গিত। তাই যদিও তারা ইডেন হারায়, তবু মুক্তির আশা টিকে থাকে। এটাই খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল ভিত্তি।

0
Updated: 3 weeks ago
Who pronounces judgment on Adam and Eve after their fall?
Created: 3 weeks ago
A
Raphael
B
Michael
C
God the Father
D
The Son
মানবের পতনের পর ঈশ্বরের পুত্র বিচার ঘোষণা করেন। তিনি আদম ও ইভকে শাস্তি দেন—ইভকে প্রসব বেদনার অভিশাপ, আর আদমকে কঠিন পরিশ্রমে জীবিকা নির্বাহের অভিশাপ। এর মাধ্যমে দেখা যায়, ঈশ্বর ন্যায়পরায়ণ হলেও করুণাময়। এই শাস্তির মধ্য দিয়েই মানবজাতির ইতিহাস শুরু হয়।

0
Updated: 3 weeks ago
In which Book does Satan enter the Garden of Eden in disguise?
Created: 3 weeks ago
A
Book 1
B
Book 9
C
Book 10
D
Book 12
Book 9-এই শয়তান সাপের রূপ ধরে ইভকে প্রলোভন দেয়।

1
Updated: 3 weeks ago