যদি P একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √P কী হবে?
A
স্বাভাবিক সংখ্যা
B
পূর্ণ সংখ্যা
C
মূলদ সংখ্যা
D
অমূলদ সংখ্যা
উত্তরের বিবরণ
মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে, P কেবলমাত্র 1 এবং P দ্বারা বিভাজ্য।
আমরা জানি যে, যদি P একটি পূর্ণবর্গ সংখ্যা হয় √P মূলদ সংখ্যা হয়।
কিন্তু যেহেতু P মৌলিক, এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়।
∴ √P মূলদ সংখ্যা নয়।
0
Updated: 1 month ago
৩০ ও ৪০ এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
Created: 6 days ago
A
৫
B
৬
C
৯
D
৭
0
Updated: 6 days ago
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
Created: 3 weeks ago
A
১১৮
B
১২৩
C
১২৫
D
১২৮
প্রশ্ন: ৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
সমাধান:
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৬১ ও ৬৭
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭
= ১২৮।
0
Updated: 3 weeks ago
A rectangular tank with a length of 8m and a width of 5m can store 60000 liters. What is the height of the tank?
Created: 2 weeks ago
A
1.5 meters
B
2 meters
C
2.5 meters
D
4 meters
Solution:
দেওয়া আছে, ট্যাংকের দৈর্ঘ্য (l) = 8m,
প্রস্থ (b) = 5 m, এবং
আয়তন (V) = 60000 লিটার।
ধরি, ট্যাংকটির উচ্চতা হল h মিটার।
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (8 × 5 × h) m3
= 40h m3
এখন, আমরা জানি, 1 m3 = 1000 লিটার।
প্রশ্নমতে,
40h × 1000 = 60000
⇒ 40h = 60000/1000
⇒ h = 60/40
∴ h = 1.5
সুতরাং, ট্যাংকটির উচ্চতা হলো 1.5 মিটার।
দেওয়া আছে, ট্যাংকের দৈর্ঘ্য (l) = 8m,
প্রস্থ (b) = 5 m, এবং
আয়তন (V) = 60000 লিটার।
ধরি, ট্যাংকটির উচ্চতা হল h মিটার।
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (8 × 5 × h) m3
= 40h m3
এখন, আমরা জানি, 1 m3 = 1000 লিটার।
প্রশ্নমতে,
40h × 1000 = 60000
⇒ 40h = 60000/1000
⇒ h = 60/40
∴ h = 1.5
সুতরাং, ট্যাংকটির উচ্চতা হলো 1.5 মিটার।
0
Updated: 2 weeks ago