A
Little Dorrit
B
Hard Times
C
A Tale of Two Cities
D
Great Expectations
উত্তরের বিবরণ
A Tale of Two Cities
-
এটি Charles Dickens রচিত একটি novel।
-
উপন্যাসের প্রেক্ষাপট French Revolution।
-
কাহিনী মূলত London এবং Paris শহরে আবর্তিত।
-
গল্পের সূচনায় দেখা যায় Lucie Manette, একজন তরুণী, বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette এখনও জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন এবং জেলেই moccasin কাজ শিখেন।
-
বড় হয়ে Lucie বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন।
-
এছাড়াও, Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
Notable Characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
Famous Quotes
-
First Line:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
Last Line:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
তিনি একজন British novelist।
-
সাধারণত তাকে Victorian era-এর শ্রেষ্ঠ novelist হিসেবে গণ্য করা হয়।
Best Works (Novels)
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Source: Live MCQ Lecture; Britannica.com

0
Updated: 21 hours ago
Who is Herbert Pocket?
Created: 6 hours ago
A
Pip’s rival
B
Pip’s best friend in London
C
Pip’s lawyer
D
Pip’s enemy
বাংলা ব্যাখ্যা: Pip প্রথমবার Herbert-এর সঙ্গে Miss Havisham-এর বাড়িতে দেখা করে। পরে লন্ডনে গিয়ে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়। Herbert হলো হাসিখুশি, সহানুভূতিশীল এবং স্বপ্নবান যুবক। সে পিপকে সত্যিকার বন্ধুত্ব শিখিয়েছে। Dickens-এর মতে, বন্ধু সেই যে কষ্টে পাশে থাকে।

0
Updated: 6 hours ago
What is the genre of Great Expectations?
Created: 1 month ago
A
Bildungsroman
B
Epic
C
Sonnet
D
Drama

0
Updated: 1 month ago
How many chapters are there in Great Expectations?
Created: 6 hours ago
A
59
B
60
C
58
D
61
বাংলা ব্যাখ্যা: উপন্যাসে মোট ৫৯টি অধ্যায় আছে। Dickens উপন্যাসটিকে তিনটি "stage" বা ধাপে ভাগ করেছেন, যা পিপের জীবনকে তিন পর্যায়ে দেখায়—(১) শৈশব ও মার্শের জীবন, (২) লন্ডনে ভদ্রলোক হওয়ার সংগ্রাম, এবং (৩) সত্য উন্মোচন ও আত্মশুদ্ধি। অধ্যায়ের সংখ্যা ৫৯ হলেও প্রতিটি অধ্যায়ই কাহিনির প্লটকে এগিয়ে নিয়ে যায় এবং পাঠককে মানসিকভাবে পিপের সঙ্গে সংযুক্ত করে। এ প্রশ্ন ছাত্রদের পরীক্ষায় বিভ্রান্ত করতে পারে, কারণ Dickens-এর অনেক উপন্যাসেই অধ্যায়ের সংখ্যা ভিন্ন হয়।

0
Updated: 6 hours ago