Paronomasia in literature is -
A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
0
Updated: 1 month ago
University wits are from -
Created: 1 month ago
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
University Wits (16th century, Elizabethan)
-
Pioneer English dramatists, Oxford/Cambridge graduates (except Thomas Kyd)।
-
বৈশিষ্ট্য: আগের ধারার নাটক পরিহার, আধুনিকতা ও বৈচিত্র্য।
Members:
-
Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe (Cambridge)
-
Thomas Lodge, George Peele, John Lyly (Oxford)
-
Thomas Kyd (no university)
0
Updated: 1 month ago
'Tom Jones' by Henry Fielding was first published in -
Created: 2 months ago
A
the 2nd half of the 16th century
B
the 1st half of the 17th century
C
the 1st half of the 18th century
D
the 1st half of the 19th century
The History of Tom Jones, a Foundling (Novel)
-
রচয়িতা: Henry Fielding
-
প্রকাশ: 1749 → 18শ শতকের প্রথমার্ধ
-
ধরণ: Comic novel, Picaresque style
-
কাহিনী:
-
Squire Allworthy সন্দেহ করেন Tom Jones তার servant Jenny Jones-এর অবৈধ সন্তান
-
Tom প্রেমে পড়ে Sophia Western-এর
-
শেষে তার আসল পরিচয় প্রকাশিত হয় এবং সে Sophia-কে বিয়ে করে
-
Henry Fielding
-
যুগ: The Age of Sensibility
-
পরিচয়: ইংরেজি উপন্যাসের অন্যতম প্রবর্তক, Samuel Richardson-এর সমসাময়িক
-
বিশেষত্ব: Comedy ও Social criticism-এ পারদর্শী, Picaresque novel-এর জন্য বিখ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
0
Updated: 2 months ago
The statement “Brutus is an honourable man” in Shakespeare’s Julius Caesar is an example of:
Created: 1 month ago
A
Simile
B
Hyperbole
C
Literal statement
D
Irony
“Brutus is an honourable man” (Shakespeare’s Julius Caesar) হলো Irony এর একটি উদাহরণ।
-
Irony (বিদ্রূপ):
-
এটি ঘটে যখন একই পরিস্থিতি, ঘটনা, বাক্য বা উক্তির মধ্যে দুইটি বিপরীত অর্থ প্রকাশ পায়।
-
অনেক ক্ষেত্রে এটি প্রত্যাশা এবং বাস্তবতার পার্থক্য নির্দেশ করে।
-
বক্তৃতা জোরালো করার জন্য বা বিদ্রূপ প্রকাশ করতে বলা হয় এমন কিছু যা প্রকৃতপক্ষে বিপরীত অর্থ বহন করে।
-
উদাহরণ: Brutus প্রকৃতপক্ষে হত্যা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাই “honourable” বলা হলো বিদ্রূপ।
-
-
Other Figures of Speech for Comparison:
-
Simile (উপমা):
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, সাধারণত as বা like ব্যবহার করে।
-
উদাহরণ: She is as innocent as a lamb.
-
-
Hyperbole (অতিশয়োক্তি):
-
কোনো কিছুকে অত্যধিক বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা।
-
উদাহরণ: "Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
-
-
Literal Statement (আক্ষরিক বক্তব্য):
-
বাক্য যা ঠিক যেমন লেখা হয়েছে, তা অর্থ প্রকাশ করে, কোনো অঙ্গীকার বা গোপন অর্থ নেই।
-
উদাহরণ: “The sky is blue.”
-
-
0
Updated: 1 month ago