A
Neoclassical period
B
Romantic period
C
Victorian period
D
Modern period
উত্তরের বিবরণ
Christabel
-
এটি Samuel Taylor Coleridge রচিত একটি unfinished Gothic ballad।
-
লেখা হয় ১৭৯৭-১৮০০ সালের মধ্যে, তবে সম্পূর্ণ হয়নি।
-
গল্পে, Christabel নামের এক তরুণী এক রাতে বনে গিয়ে Geraldine নামের এক রহস্যময় মহিলাকে দেখে, যিনি বলে তিনি বিপদে।
-
Christabel তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে Geraldine-এর অদ্ভুত আচরণ প্রকাশ পায়।
-
কবিতাটি Geraldine-এর প্রকৃত পরিচয় এবং Christabel-এর উপর তার প্রভাব ঘিরে রহস্যময় আবহ তৈরি করে।
-
একই সাথে এতে Sin versus Religiosity, Evil versus Devoutness, Sexuality versus Purity উপস্থাপন করা হয়েছে।
-
Christabel হলো religiosity-এর প্রতীক, অপরদিকে Geraldine হলো sin-এর প্রতীক।
-
এটি Romantic Period এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন British poet।
-
ছিলেন রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
তাঁর কবিতা বিশেষ করে The Rime of the Ancient Mariner এবং Kubla Khan আজও সাহিত্যে বিশাল প্রভাব বিস্তার করে।
Notable Works
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: Britannica; An ABC of English Literature by Dr. M Mofizar Rahman

0
Updated: 21 hours ago
How does the Mariner signal his spiritual rebirth?
Created: 2 weeks ago
A
By killing more birds
B
By sleeping
C
By blessing the water-snakes unconsciously
D
By leaving the ship
পানিসাপেদের সৌন্দর্য দেখে হঠাৎ মেরিনারের মনে ভালোবাসা জন্মায়। সে তাদের অজান্তেই আশীর্বাদ করে। এই মুহূর্তেই তার হৃদয়ে আধ্যাত্মিক পরিবর্তন ঘটে এবং তার গলায় ঝুলানো আলবাট্রস পড়ে যায়।

0
Updated: 2 weeks ago
Which old ballad is quoted in the opening of Dejection: An Ode?
Created: 2 weeks ago
A
Sir Gawain and the Green Knight
B
Sir Patrick Spence
C
Tam Lin
D
Beowulf
Coleridge কবিতার শুরুতে “Sir Patrick Spence” নামক পুরোনো ব্যালাড থেকে উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয় নতুন চাঁদ পুরোনো চাঁদকে কোলে নিয়ে আছে মানেই ঝড় আসছে। Coleridge এই উদ্ধৃতি ব্যবহার করে প্রকৃতির ঝড় ও নিজের অন্তরের মানসিক ঝড়ের মিল দেখিয়েছেন। এতে শুরু থেকেই কবিতার বিষণ্ণ, অশান্ত ও গম্ভীর পরিবেশ তৈরি হয়।

1
Updated: 2 weeks ago
Which poem by Coleridge describes a sailor’s curse?
Created: 4 weeks ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
Dejection: An Ode
D
Frost at Midnight

0
Updated: 4 weeks ago