Riders to the Sea, written by John Millington Synge, is -
A
one-act play
B
three-act play
C
four-act play
D
five-act play
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: One-act play
Riders to the Sea
-
প্রকাশিত: ১৯০৩
-
এটি John Millington Synge রচিত একটি one-act play।
-
প্লে-টির প্রেক্ষাপট: Aran Islands, পশ্চিম আইরিশ উপকূল।
-
গল্পটি Synge-কে আরণ দ্বীপপুঞ্জে শোনা একটি গল্প থেকে অনুপ্রাণিত।
-
এটি সমালোচকদের দ্বারা dramatic literature-এর অন্যতম শ্রেষ্ঠ one-act play হিসেবে স্বীকৃত।
Plot Summary
-
মূল চরিত্র: Maurya, একজন বৃদ্ধ মহিলা।
-
Maurya জীবনের কঠিন দুঃখ, দুর্দশা এবং বেদনার মধ্যে তার সব পুরুষ সন্তানদের হারান, একমাত্র ছোট ছেলে Bartley বাকি থাকে।
-
শেষে দেখা যায়, তার ছোট ছেলেও সাগরে ডুবে মারা যায়।
-
Maurya-কে সাহিত্য জগতে most ill-fated character হিসেবে বিবেচনা করা হয়।
John Millington Synge
-
তিনি একজন Irish সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তি, মহান কাব্যিক নাট্যকার।
-
আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ জীবনকে চিত্রিত করেছেন।
-
প্রথমে তিনি musician হতে চেয়েছিলেন, তবে 1894 সালে সঙ্গীত ত্যাগ করে English Literature-এ মনোনিবেশ করেন।
Notable Works
-
In the Shadow of the Glen
-
Riders to the Sea
-
The Well of the Saints
-
The Tinker's Wedding
-
The Playboy of the Western World
-
Deirdre of the Sorrows
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman; Britannica
0
Updated: 1 month ago
What role does Beelzebub play in Paradise Lost, Book One?
Created: 2 months ago
A
He builds Pandemonium
B
He supports Satan’s ideas
C
He opposes Satan directly
D
He remains silent
Beelzebub শয়তানের প্রধান সহযোগী। তিনি শয়তানের পরিকল্পনা সমর্থন করেন—মানুষকে প্রলুব্ধ করে ঈশ্বরের সৃষ্টি নষ্ট করার ষড়যন্ত্রে তিনি তার সঙ্গী হয়। এটি দানবদের একতা ও কূটনীতির প্রতীক।
0
Updated: 2 months ago
Which of the following accurately describes the curse God places upon the Serpent?
Created: 1 month ago
A
It will be stripped of its ability to speak and its beautiful colors will fad
B
It is immediately cast into the Lake of Fire to burn for eternity
C
It will be forced to crawl on its belly, eat dust, and have eternal enmity with the woman and her seed, who will ultimately crush its head
D
It will be hunted by all other animals and will become the shortest-lived creature on Earth.
Paradise Lost-এর Book X-এর বিচারদৃশ্যে ঈশ্বর প্রথমে সাপকে সম্বোধন করেন, যাকে তিনি “instrument of mischief” হিসেবে উল্লেখ করেন। এই শাস্তি বহুমুখী ও গভীর প্রতীকী, যার মধ্যে আছে শারীরিক শাস্তি এবং একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী।
-
শারীরিক অবনতি:
-
ঈশ্বর আদেশ দেন: “Upon thy belly groveling thou shalt go, / And dust shalt eat all the days of thy life.”
-
এটি হলো বিনয়ের শাস্তি।
-
সাপের আগে উঁচু ও সুন্দর প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে; জোর করে মাটিতে গুঁজে চলা ও ধুলো খাওয়া তার অবনতি ও হীন অবস্থার প্রতীক।
-
-
চিরস্থায়ী বৈরিতা ও ভবিষ্যদ্বাণী:
-
ঈশ্বর ঘোষণা করেন: “Between thee and the Woman I will put / Enmity, and between thine and her seed; / Her seed shall bruise thy head, thou bruise his heel.”
-
এটি গভীর ধর্মতাত্ত্বিক অর্থ বহন করে:
-
সাপ (শয়তান ও অপরাধের প্রতীক) এবং ইভ ও তার বংশধরের (মানুষের) মধ্যে চিরস্থায়ী সংঘাত নির্ধারণ করে।
-
এটি প্রথম গসপেল বা Protoevangeliumের আভাস দেয়। ইভের বংশধর (যাকে খ্রিস্ট হিসেবে বোঝানো হয়) সাপকে চূড়ান্ত আঘাত (“bruise thy head”) দেবে, আর সাপ কেবল ছোট, প্রাণঘাতী নয় এমন আঘাত (“bruise his heel”) দিতে পারবে, যা ক্রুশযাত্রার সাথে তুলনা করা হয়।
-
-
-
উপসংহার: এই শাস্তি কেবল প্রলোভনে ব্যবহৃত প্রাণীকে শাস্তি দেয় না, বরং ভবিষ্যতের সকল ভালো ও মন্দের সংঘাত এবং এর চূড়ান্ত সমাধানের দৃশ্যও রূপরেখা প্রদান করে।
0
Updated: 1 month ago
“Awake, arise, or be forever fallen!” Who said this?
Created: 2 months ago
A
God
B
Adam
C
Satan
D
Eve
শয়তান ঈশ্বরকে অস্বীকার করে মন্দকেই নিজের কল্যাণ হিসেবে গ্রহণ করে। এটি তার বিদ্রোহের চূড়ান্ত প্রকাশ। (Book 4, তবে Book 1–10 এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত)
1
Updated: 2 months ago