Irish author G. B. Shaw won the Nobel Prize for Literature in which year?
A
1905
B
1910
C
1915
D
1925
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) 1925
G. B. Shaw (1856-1950)
-
পুরো নাম: George Bernard Shaw
-
একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক
-
তাকে greatest modern English dramatist হিসেবে গণ্য করা হয়।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
Famous Plays of G. B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
Source: Britannica; Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Pygmalion is written by -
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Charles Dickens
C
Rudyard Kipling
D
Oscar Wilde
Pygmalion হলো George Bernard Shaw রচিত পাঁচ অঙ্কের একটি রোমান্টিক নাটক। এটি প্রথমে ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় মঞ্চস্থ হয় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন। নাটকটির মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
-
লেখক: George Bernard Shaw (1856–1950), একজন আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Shaw কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
তার সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে পরবর্তীতে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
Caesar and Cleopatra
-
The Devil’s Disciple
-
Mrs. Warren’s Profession
-
The Doctor’s Dilemma
উৎস:
0
Updated: 1 month ago
'Man and Superman' is written by -
Created: 2 months ago
A
Bertrand Russell
B
George Bernard Shaw
C
David Herbert Lawrence
D
Edward Morgan Forster
• 'Man and Superman' is written by George Bernard Shaw.
- "Man and Superman" হল একটি দার্শনিক নাটক, যা লিখেছেন George Bernard Shaw.
- এই নাটকে মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম ও বিয়ে নিয়ে ব্যঙ্গাত্মক ও গভীর আলোচনার মাধ্যমে দর্শন তুলে ধরা হয়েছে।
- নাটকের মধ্যকার "Don Juan in Hell" অংশটি বিশেষভাবে বিখ্যাত, যেখানে Shaw তাঁর আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে চিন্তাধারা উপস্থাপন করেছেন।
• George Bernard Shaw:
- George Bernard Shaw ছিলেন একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক ও সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
- তিনি ১৮৫৬ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকারদের একজন ছিলেন।
- George Bernard Shaw এর নাটকগুলো সাধারণত সামাজিক অবিচার, রাজনীতি, এবং ধর্মীয় দ্বন্দ্ব নিয়ে তীক্ষ্ণ সমালোচনা করে।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তাঁর লেখায় বুদ্ধিমত্তা ও ব্যঙ্গপ্রধান কৌতুক লক্ষ্য করা যায়।
- তাঁর সবচেয়ে জনপ্রিয় রচনাগুলোর মধ্যে Pygmalion, Man and Superman, এবং Saint Joan অন্তর্ভুক্ত।
• George Bernard Shaw-এর বিখ্যাত সাহিত্যকর্ম:
- Pygmalion.
- Arms and the Man.
- Saint Joan.
- Man and Superman.
- Major Barbara.
Source: Britannica.
0
Updated: 2 months ago
Who created the literary creation 'Pygmalion'?
Created: 1 month ago
A
Charles Dickens
B
Virginia Woolf
C
John Webster
D
G.B Shaw
Pygmalion হলো George Bernard Shaw রচিত একটি পাঁচ অঙ্কের রোমান্টিক নাটক। এটি মূলত প্রেম এবং ইংল্যান্ডের সমাজের শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
• Pygmalion:
-
পাঁচ অঙ্কের রোমান্টিক নাটক।
-
মূল বিষয়: প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস।
-
প্রথম মঞ্চস্থ: ১৯১৩, ভিয়েনা (জার্মান ভাষায়)।
-
ইংল্যান্ডে প্রথম অভিনয়: ১৯১৪, Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell।
• George Bernard Shaw:
-
Irish comic dramatist, literary critic, এবং socialist propagandist।
-
আধুনিক ইংরেজ নাটকের অন্যতম সেরা নাট্যকার হিসেবে পরিচিত।
-
১৯২৫ সালে Nobel Prize in Literature পুরস্কারে ভূষিত।
• Famous Plays of G.B. Shaw:
-
Pygmalion
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor's Dilemma
-
St. Joan of Arc ইত্যাদি
0
Updated: 1 month ago