A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
উত্তরের বিবরণ
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com

0
Updated: 21 hours ago
Who wrote "All's Well That Ends Well"?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Desdemona is a character in the following Shakespearean play:
Created: 1 month ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
(ক) Macbeth - King Duncan, Macbeth, Lady Macbeth, Banquo, Macduff
(খ) Othello - Othello, Desdemona, Iago, Brabantio, Cassio
(গ) Hamlet - Hamlet, Horatio, Claudius, Ophelia, Gertrude
(ঘ) King Lear - Lear, Goneril, Regan, Cordelia

0
Updated: 1 month ago
Fill in the blank. '____' is Shakespeare's last play.
Created: 1 week ago
A
As You Like It
B
Macbeth
C
Tempest
D
Othello
The Tempest by William Shakespeare
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের শেষ রচনা বা Swan Song।
-
নাটকটি একটি Romantic Comedy, যা ৫টি অঙ্কে বিভক্ত।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
“Tempest” শব্দের অর্থ হলো ভয়ঙ্কর ঝড় (Violent Storm)।
২. কাহিনি সংক্ষেপ
এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Prospero, যিনি একজন যাদুকর এবং মিলানের বৈধ ডিউক।
-
তার ছোট ভাই Antonio ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায়।
-
Prospero তার কন্যা Miranda-কে নিয়ে এক দূরবর্তী দ্বীপে বসবাস শুরু করেন।
-
এখানে তিনি জাদুবিদ্যা শিখে নিয়ন্ত্রণে আনেন দুটি অতিপ্রাকৃত সত্তা—
-
Ariel (আত্মারূপী সহকারী, শুভ শক্তির প্রতীক)
-
Caliban (বিকৃত স্বভাবের, বিদ্রোহী প্রকৃতির, অশুভ শক্তির প্রতীক)।
-
নাটকের শুরুতে দেখা যায়, Prospero তার যাদুবিদ্যা ব্যবহার করে এক ভয়ঙ্কর ঝড় (tempest) সৃষ্টি করেন, যাতে তার শত্রুরা—বিশেষ করে Antonio—দ্বীপে এসে পড়ে। এখান থেকেই নাটকের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়।
-
Ariel প্রসপেরোর বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
-
অপরদিকে, Caliban প্রসপেরোকে ঘৃণা করে কারণ তাকে দাসত্বে বাধ্য করা হয়েছে। সে প্রসপেরোকে হত্যার ষড়যন্ত্র করে।
৩. প্রধান চরিত্রসমূহ
-
Prospero – Milan এর ডিউক, জাদুকর
-
Miranda – Prospero’র কন্যা, নায়িকা
-
Ariel – আত্মারূপী সত্তা, শুভ শক্তির প্রতীক
-
Caliban – বিদ্রোহী অতিপ্রাকৃত চরিত্র, অশুভ শক্তির প্রতীক
-
Antonio – Prospero’র বিশ্বাসঘাতক ভাই, খলনায়ক
-
Ferdinand – নায়ক, Miranda’র প্রেমিক
-
Gonzalo – সৎ উপদেষ্টা
৪. কিছু উল্লেখযোগ্য উক্তি (Quotations)
-
“Hell is empty and all the devils are here.”
-
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
-
“This thing of darkness, I acknowledge mine.”
-
“Thought is free.”
-
“O, brave new world, that has such people in’t!”
-
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
-
“Misery acquaints a man with strange bedfellows.”
Sources: Britannica.com, SparkNotes, CliffsNotes

0
Updated: 1 week ago