Who authored the novel The Return of the Native?
A
Thomas Hardy
B
Ernest Hemingway
C
George Eliot
D
William Makepeace Thackeray
উত্তরের বিবরণ
The Return of the Native
-
এটি Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি বহুল পঠিত উপন্যাস।
-
কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex-এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন।
-
তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামে বসবাস করতে চায়।
-
কিন্তু Clym Yeobright-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
-
ফলে তারা পরকীয়ায় লিপ্ত হয়।
Thomas Hardy
-
তিনি একজন English novelist and poet।
-
পরিচিত Regional Novelist and poet বা আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবে।
-
কারণ: তার সকল সাহিত্যকর্ম একটি নির্দিষ্ট অঞ্চল-কে কেন্দ্র করে রচিত।
-
এছাড়া, তাকে অনেকেই Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন।
-
তার উপন্যাসের সময়কাল Victorian যুগ, তবে তিনি অনেক ছোটগল্প ও কবিতাও লিখেছেন।
Notable Novels by Thomas Hardy
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
Source: Britannica
0
Updated: 1 month ago
Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
Created: 2 months ago
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica
0
Updated: 2 months ago
Where does Tess live with her family?
Created: 1 month ago
A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।
0
Updated: 1 month ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Tess often described as a “daughter of nature”?
Created: 1 month ago
A
She lives in the forest
B
Her innocence, simplicity, and connection with nature
C
She is a farmer’s wife
D
She is uneducated
Hardy বারবার টেসকে প্রকৃতির সন্তান হিসেবে বর্ণনা করেছেন। কারণ সে নিষ্পাপ, সহজ-সরল এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
Talbothays-এ তার প্রেমের সময় প্রকৃতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু Flintcomb-Ash-এ প্রকৃতিও তার কষ্টের প্রতীক হয়ে ওঠে। Hardy টেসকে প্রাকৃতিক জীবনের প্রতীক বানিয়ে দেখিয়েছেন, কিভাবে সমাজ প্রকৃতির সরলতাকে ধ্বংস করে।
0
Updated: 1 month ago