A
Comedy
B
Tragedy
C
Novel
D
Short story
উত্তরের বিবরণ
The Jew of Malta
-
সম্পূর্ণ নাম: ‘The Famous Tragedy of the Rich Jew of Malta’
-
এটি Christopher Marlowe রচিত একটি tragedy।
-
নাটকটি ৫ অঙ্কের (5 acts) এবং blank verse এ লেখা revenge tragedy।
-
Abigail হলেন Barabas-এর কন্যা।
-
এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়, তবে রচনা প্রায় ১৫৯০ সালে।
-
কাহিনীর কেন্দ্রে আছে Barabas, এক ধনী ইহুদি ব্যবসায়ী, যার সম্পত্তি মাল্টার খ্রিস্টান গভর্নর তুর্কিদের চাঁদা মেটানোর জন্য বাজেয়াপ্ত করে।
-
এই ঘটনার প্রতিশোধ নিতে Barabas ষড়যন্ত্র শুরু করে, যা একাধিক হত্যাকাণ্ড ও প্রতারণার মধ্য দিয়ে এগোয়।
-
নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ ও ক্ষমতার অপব্যবহার তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতা প্রতিফলিত করে।
Christopher Marlowe
-
তিনি Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ছিলেন English drama-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
-
বিশেষভাবে তিনি dramatic blank verse প্রতিষ্ঠার জন্য পরিচিত।
-
বিখ্যাত tragedy নাটকসমূহ: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ ছিলেন।
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
-
Edward II
Source: Britannica

0
Updated: 21 hours ago
‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
Created: 1 month ago
A
Caesar
B
Antony
C
Faustus
D
Romeo
'Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?' উক্তিটি Christopher Marlowe রচিত বিখ্যাত Tragedy 'Doctor Faustus' থেকে উদ্ধৃত। এ নাটকের বিখ্যাত চরিত্র 'Faustus' জীবনের সায়াহ্নে এসে তাঁর নিজস্ব চিন্তাভাবনা/যুক্তিতর্ক সম্পর্কে অনুশোচনা করতে গিয়ে এ উক্তিটি করেন।

0
Updated: 1 month ago
Who is the author of the play "Timon of Athens"?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
G. B. Shaw
D
Alexander Pope
The author of the play "Timon of Athens" is - William Shakespeare.
• Timon of Athens
- এটি হচ্ছে Shakespeare এর একটি unfinished Tragedy.
- এটি ১৬০৫-০৮ এর মধ্যে লেখা হয়েছে বলে ধারনা করা হয়ত।
- সম্ভবত এই Tragedy এর কিছু অংশ English dramatist Thomas Middleton এর লেখা।
- এটি একটি 5acts বিশিষ্ট tragedy.
- It belongs to Shakespeare’s late experimental period, when he explored a new kind of tragic form.
- The main theme of the play “Timon and Athens” is 'You can't buy friendship.'
• Characters:
- Timon (protagonist and title character),
- Apemantus,
- Alcibiades (an acquaintance of Timon,
- Flavius (One of Timon's servants),
- Lucullus (One of Timon's friends),
- Lucius (One of Timon's friends).
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

0
Updated: 1 month ago
Who of the following is a University wit?
Created: 3 weeks ago
A
Christopher Marlowe
B
Robert Greene
C
George Peele
D
All of the above
English
Christopher Marlowe (1564-1593)
George Peele (1558-1598)
Robert Greene (1558-1592)
No subjects available.
• University Wits
Answer: ঘ) All of the above ✅
-
University Wits হলো Elizabethan Period-এর একজন বিশেষ দলে অন্তর্ভুক্ত নাট্যকারদের সমষ্টি, যারা ১৬শ শতকের শেষ ১৫ বছরে নাটক রচনা করেছিলেন।
-
এই নাট্যকাররা native interlude ও chronicle play-কে উচ্চমানের নাটক ও বৈচিত্র্যময় রচনার মাধ্যমে পরিবর্তন করেন।
-
University Wits-এর প্রায় সবাই Oxford বা Cambridge University-এর গ্র্যাজুয়েট।
-
তারা তাদের লেখায় গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা প্রবর্তন করেন।
• প্রধান University Wits
-
Christopher Marlowe – Cambridge
-
Robert Greene – Cambridge
-
Thomas Nashe – Cambridge
-
Thomas Lodge – Oxford
-
George Peele – Oxford
-
John Lyly – Oxford
-
Thomas Kyd – (not university-trained)
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago