In Romeo and Juliet, who provides Juliet with the potion to feign death?
A
The Nurse
B
Friar Laurence
C
Lord Capulet
D
Paris
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: b) Friar Laurence
Romeo and Juliet
-
নাটকে, Juliet তার পরিবার এবং Paris-এর সঙ্গে বিয়ে এড়ানোর জন্য Friar Laurence-এর সাহায্য নেয়।
-
Friar Laurence তাকে একটি potion দেন, যা খেলে সে মৃতপ্রায় মনে হবে।
-
এই পরিকল্পনার উদ্দেশ্য হলো: Juliet “মৃত” বলে সবাই বিশ্বাস করবে, এবং পরে Romeo সঙ্গে মিলিত হবে।
-
নাটকের প্রেক্ষাপট ইতালির Verona।
-
চরিত্রসমূহ: Romeo (নায়ক), Juliet (নায়িকা), Montague, Lady Montague, Capulet, Lady Capulet।
-
Romeo Montague এবং Juliet Capulet পরিবারের সদস্য। এই দুই পরিবারের মধ্যে শত্রুতা বিদ্যমান।
-
নানা ঘটনা ও দূর্ঘটনার পর নাটকের শেষে tragic ending, যেখানে নায়ক ও নায়িকা দুজনেই মারা যায়।
Other Quotes
-
"If love be rough with you, be rough with love; Prick love for pricking, and you beat love down."
-
"Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet, এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Source: Britannica
1
Updated: 1 month ago
What promise does Ariel repeatedly seek from Prospero?
Created: 2 months ago
A
Wealth
B
Kingship
C
Freedom
D
Revenge
Ariel Prospero-কে সেবা করলেও সে বারবার স্বাধীনতার দাবি জানায়। সে একসময় জাদুকরী ডাইনির যাদু থেকে মুক্তি পেয়েছিল, তবে এখন Prospero-র বশ্যতায় আছে। Ariel-এর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা নাটকে মানবতার স্বাধীনতা ও মুক্তির প্রতীকী অর্থ প্রকাশ করে।
1
Updated: 2 months ago
How many soliloquies are there in “Hamlet”?
Created: 1 month ago
A
5
B
6
C
3
D
7
হ্যামলেট নাটকে মোট সাতটি সলিলোকুই রয়েছে, যা চরিত্রটির অন্তর্দৃষ্টি, আবেগগত অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে তার ক্রমবর্ধমান উপলব্ধিকে প্রকাশ করে।
-
“O that this too too sullied flesh would melt”
-
“O all you host of heaven”
-
“O, what a rogue and peasant slave am I”
-
“To be, or not to be”
-
“’Tis given out that, sleeping, I was murdered”
-
“Now might I do it pat”
-
“How all occasions do inform against me”
এই সলিলোকুইগুলো হ্যামলেটের মনের দ্বন্দ্ব, জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে তার ভাবনা, প্রতিশোধ গ্রহণের সংকট এবং ধীরে ধীরে তার মানসিক পরিপক্বতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
Which relationship in the play is most tragically destroyed by betrayal?
Created: 2 months ago
A
Cassio–Bianca
B
Iago–Emilia
C
Othello–Desdemona
D
Roderigo–Desdemona
ওথেলো ও ডেসডিমোনার সম্পর্ক ভালোবাসার হলেও Iago-র ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকতার শিকার হয়। ওথেলো অন্ধভাবে ভেবে নেয় ডেসডিমোনা অবিশ্বস্ত। এই ভুল ধারণা প্রেমকে ধ্বংস করে এবং শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব নাটকের মূল ট্র্যাজেডি।
0
Updated: 2 months ago