খাঁটি বাংলা উপসর্গ কতটি?
A
১৯টি
B
২০টি
C
২১টি
D
২২টি
উত্তরের বিবরণ
আসছে

0
Updated: 4 months ago
'বেআইন' শব্দে ব্যবহৃত 'বে' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 weeks ago
A
হৃত
B
বহির্ভূত
C
ভিন্ন
D
বিশেষ
উপসর্গের ব্যবহার
-
বে + আইন = বেআইন → এখানে ‘বে’ উপসর্গটির অর্থ ‘বহির্ভূত’।
আরো উদাহরণ:
-
বে + দখল = বেদখল → ‘বে’ উপসর্গের অর্থ ‘হৃত’।
-
বি + ভুঁই = বিভুঁই → ‘বি’ উপসর্গের অর্থ ‘ভিন্ন’।
-
বি + জ্ঞান = বিজ্ঞান → ‘বি’ উপসর্গের অর্থ ‘বিশেষ’।
-
বি + বর্ণ = বিবর্ণ → ‘বি’ উপসর্গের অর্থ ‘অভাব’।
-
বি + চরণ = বিচরণ → ‘বি’ উপসর্গের অর্থ ‘গতি’।
-
বি + কার = বিকার → ‘বি’ উপসর্গের অর্থ ‘অপ্রকৃতস্থ’।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি?
Created: 1 month ago
A
২২টি
B
২১টি
C
২০টি
D
২৩টি
যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি।

0
Updated: 1 month ago
‘অপমান’ শব্দে ’অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 2 days ago
A
বিপরীত
B
নিকৃষ্ট
C
স্থানান্তর
D
বিকৃত
’অপ’ উপসর্গ
-
সংজ্ঞা: ‘অপমান’ শব্দে ‘অপ’ উপসর্গটি ‘বিপরীত’ অর্থে ব্যবহৃত হয়েছে।
-
ধরন: ‘অপ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ।
-
’অপ’ উপসর্গের অন্যান্য ব্যবহার:
-
বিপরীত অর্থে: অপমান, অপকার, অপচয়, অপবাদ।
-
নিকৃষ্ট অর্থে: অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
-
স্থানান্তর অর্থে: অপসারণ, অপহরণ, অপনোদন।
-
বিকৃত অর্থে: অপমৃত্যু।
-

0
Updated: 2 days ago