Christabel, the famous Gothic ballad, is written during -
A
Neoclassical period
B
Romantic period
C
Victorian period
D
Modern period
উত্তরের বিবরণ
Christabel
-
এটি Samuel Taylor Coleridge রচিত একটি unfinished Gothic ballad।
-
লেখা হয় ১৭৯৭-১৮০০ সালের মধ্যে, তবে সম্পূর্ণ হয়নি।
-
গল্পে, Christabel নামের এক তরুণী এক রাতে বনে গিয়ে Geraldine নামের এক রহস্যময় মহিলাকে দেখে, যিনি বলে তিনি বিপদে।
-
Christabel তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে Geraldine-এর অদ্ভুত আচরণ প্রকাশ পায়।
-
কবিতাটি Geraldine-এর প্রকৃত পরিচয় এবং Christabel-এর উপর তার প্রভাব ঘিরে রহস্যময় আবহ তৈরি করে।
-
একই সাথে এতে Sin versus Religiosity, Evil versus Devoutness, Sexuality versus Purity উপস্থাপন করা হয়েছে।
-
Christabel হলো religiosity-এর প্রতীক, অপরদিকে Geraldine হলো sin-এর প্রতীক।
-
এটি Romantic Period এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন British poet।
-
ছিলেন রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
তাঁর কবিতা বিশেষ করে The Rime of the Ancient Mariner এবং Kubla Khan আজও সাহিত্যে বিশাল প্রভাব বিস্তার করে।
Notable Works
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: Britannica; An ABC of English Literature by Dr. M Mofizar Rahman
0
Updated: 1 month ago
What does Coleridge suggest is the true source of joy and beauty in “Dejection : an Ode”?
Created: 2 months ago
A
External nature
B
Wealth and power
C
The human soul itself
D
Divine intervention
কবি বলেন, প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার ক্ষমতা আসে মানুষের ভেতর থেকেই। তিনি লেখেন—“O Lady! we receive but what we give, / And in our life alone does Nature live।” অর্থাৎ প্রকৃতির জীবন্ততা নির্ভর করে মানুষের আত্মার শক্তির ওপর। যদি অন্তরে আনন্দ থাকে, তবে প্রকৃতিও সুন্দর মনে হয়।
1
Updated: 2 months ago
What natural phenomenon guides the ship after the sailors’ death?
Created: 2 months ago
A
The storm-wind
B
The Polar Spirit
C
The power of the Moon
D
The Pilot’s prayers
The ship is guided by a supernatural ocean current or spirit of the sea, often called the Polar Spirit, which moves it without wind after the sailors’ death.
0
Updated: 1 month ago
Which work of poetry includes the line "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea"?
Created: 3 weeks ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Rime of the Ancient Mariner – S.T. Coleridge
C
Paradise Lost – John Milton
D
The Waste Land – T.S. Eliot
উল্লেখিত লাইনটি S.T. Coleridge রচিত বিখ্যাত কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি এক নাবিকের অপরাধবোধ, শাস্তি ও পরিত্রাণের কাহিনি তুলে ধরে। “Alone, alone, all, all alone, Alone on a wide wide sea”—এই পংক্তিটি নাবিকের মানসিক ও শারীরিক নিঃসঙ্গতার প্রতীক, যেখানে সে অসীম সমুদ্রের মাঝে নিজের অপরাধবোধে পীড়িত হয়ে একা হয়ে পড়ে। কবিতাটি মানুষের পাপ ও মুক্তির গভীর দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করে।
• The Rime of the Ancient Mariner:
-
এটি একটি lyric poem, যা লিখেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতায় একজন বৃদ্ধ নাবিক (The Mariner) হঠাৎ এক বিবাহ-অতিথিকে থামিয়ে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার গল্প বলেন।
-
সমুদ্রে ভ্রমণের সময় তিনি Albatross নামের এক পাখিকে বিনা কারণে হত্যা করেন, যার ফলে প্রকৃতি ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়।
-
এই পাপের ফল হিসেবে তিনি ও তাঁর সহযাত্রীরা ভয়াবহ দুর্ভোগের মুখে পড়েন—সব নাবিক মারা যায়, আর তিনি একা থেকে যান অপরাধবোধ ও আত্মযন্ত্রণার মধ্যে।
-
পরবর্তীতে গভীর অনুশোচনা ও প্রার্থনার মাধ্যমে তিনি মুক্তি বা পুনরুদ্ধার লাভ করেন।
-
কবিতাটি মোট ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে Lyrical Ballads গ্রন্থে।
• কবিতার উল্লেখযোগ্য লাইনসমূহ:
-
“Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea.”
-
“Water, water everywhere, Nor any drop to drink.”
-
“He prayeth best, who loveth best All things both great and small.”
-
“A sadder and a wiser man, He rose the morrow morn.”
• প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner
-
The Wedding Guest
-
The Albatross
-
The Nightmare Life-in-Death
• Samuel Taylor Coleridge:
-
তিনি ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
তাঁকে “Poet of Supernaturalism” বলা হয়, কারণ তাঁর কবিতায় রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদানের প্রাধান্য দেখা যায়।
• Coleridge-এর অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Unfinished Narrative Ballad)
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan (Unfinished Poem)
-
Lyrical Ballads (with Wordsworth)
সঠিক উত্তর: খ) The Rime of the Ancient Mariner – S.T. Coleridge
0
Updated: 3 weeks ago