"I am constant as the northern star." - This famous line is taken from -
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
উত্তরের বিবরণ
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com
0
Updated: 1 month ago
Which character is the son of Alonso, King of Naples?
Created: 1 month ago
A
Ferdinand
B
Antonio
C
Gonzalo
D
Trinculo
এই প্রশ্নে "The Tempest" নাটকের প্রধান চরিত্রগুলোর পরিচয় জানতে চাওয়া হয়েছে। প্রতিটি চরিত্রের ভূমিকা ও সম্পর্ক ব্যাখ্যা করা হলো—
• Ferdinand হলেন Naples-এর রাজপুত্র এবং Alonso-এর ছেলে। ঝড়ের কারণে তিনি তার বাবার থেকে আলাদা হয়ে যান এবং অন্যান্য মহারাজগণ তাকে মৃত মনে করেন। তিনি সেই চরিত্র যিনি Prospero-এর মেয়ে Miranda-এর সাথে প্রেমে পড়ে।
• Antonio হলেন Prospero-এর ভাই এবং Milan-এর অভ্যন্তরীণ রাজা (usurping Duke)।
• Gonzalo হলেন King Alonso-এর আদালতের একজন সতর্ক এবং সৎ প্রাচীন উপদেষ্টা।
• Trinculo হলেন King Alonso-এর জোকার, অর্থাৎ এক ধরনের comic character যিনি নাটকে হাস্যরস তৈরি করেন।
1
Updated: 1 month ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 2 months ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।
1
Updated: 2 months ago
What is Iago's fate at the end of the play?
Created: 1 month ago
A
He is executed by Cassio on the spot.
B
He commits suicide out of remorse.
C
He escapes from Cyprus and is never found.
D
He is captured and left for Cassio to torture and execute.
এই অংশে দেখা যায় যে, Iago-এর দুর্দশা এবং অপরাধের পরিণতি প্রকাশ পায়। যখন তার villainy বা অসাধু কর্মকাণ্ড প্রকাশিত হয়, তখন Iago apprehended বা গ্রেপ্তার করা হয়। এরপর Lodovico নির্দেশ দেন যে Othello-এর successor, অর্থাৎ Cassio, Iago-এর শাস্তি নির্ধারণের দায়িত্বে থাকবেন, যা ইঙ্গিত দেয় যে শাস্তি slow and painful execution বা ধীর ও কষ্টদায়ক হতে পারে।
• Iago-এর অপরাধ প্রকাশের পর সে গ্রেপ্তার হয়।
• Lodovico নির্দেশ দেন যে Cassio, যিনি Othello-এর উত্তরাধিকারী, Iago-এর শাস্তি নির্ধারণ করবেন।
• এই শাস্তি বোঝানো হয়েছে যে এটি ধীর এবং কষ্টদায়ক execution হতে পারে।
• সুতরাং, সঠিক উত্তর হলো: He is captured and left for Cassio to torture and execute।
0
Updated: 1 month ago