"I am constant as the northern star." - This famous line is taken from -
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
উত্তরের বিবরণ
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com
0
Updated: 1 month ago
How does Cordelia explain her love for King Lear?
Created: 2 months ago
A
I love your majesty According to my bond; no more nor less.
B
I love you father According to my bond; no more nor less.
C
I love thee According to my bond; no more nor less.
D
I love you my father According to my bond; no more nor less.
Act 1, Scene 1-এ যখন King Lear তার তিন কন্যাকে ভালোবাসা প্রকাশ করতে বলেন, তখন Goneril ও Regan অতিরঞ্জিত প্রশংসা করে। কিন্তু Cordelia সৎভাবে বলে যে সে রাজাকে একজন কন্যার দায়িত্ব ও সম্পর্ক অনুযায়ী ভালোবাসে—না কম, না বেশি। এই লাইনটি—"I love your majesty according to my bond; no more nor less."—শেক্সপিয়ারের King Lear নাটকে Cordelia-র বলা।
2
Updated: 2 months ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 month ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:
0
Updated: 1 month ago
The famous line "To be, or not to be" is from which play?
Created: 2 weeks ago
A
King Lear
B
Hamlet
C
Othello
D
Macbeth
Correct Answer: Hamlet
বিখ্যাত লাইন “To be, or not to be” এসেছে William Shakespeare রচিত ট্র্যাজেডি “Hamlet” থেকে। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্য উক্তি, যেখানে মানব জীবনের অস্তিত্ব, দুঃখ, মৃত্যু ও নৈতিক দ্বন্দ্ব নিয়ে গভীর চিন্তাধারা প্রকাশ পেয়েছে।
Hamlet:
– Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ও বিশ্লেষিত ট্র্যাজেডিগুলোর একটি
– অন্যান্য ট্র্যাজেডির মতো এটিও ৫ acts বিশিষ্ট
– রচনা কাল: ১৫৯৯–১৬০১, প্রকাশকাল: ১৬০৩
– কেন্দ্রীয় চরিত্র Hamlet, ডেনমার্কের রাজপুত্র
– জার্মানি থেকে নিজ দেশে ফিরে এসে জানতে পারে, তার চাচা Claudius তার পিতাকে হত্যা করেছে এবং তার মা Gertrude-কে বিয়ে করেছে
– প্রতিশোধ নিতে গিয়ে Hamlet নানা মানসিক দ্বন্দ্বে পড়ে এবং অবশেষে নাটকের শেষে তার মৃত্যুর মাধ্যমে কাহিনির সমাপ্তি ঘটে
প্রধান চরিত্রসমূহ:
– Hamlet
– Claudius
– Gertrude
– Ophelia
– Polonius
– Horatio
বিখ্যাত উক্তিসমূহ:
– “To be or not to be, that is the question.”
– “Frailty, thy name is woman.”
– “Brevity is the soul of wit.”
William Shakespeare (1564–1616):
– জন্ম: April 26, 1564 — Stratford-upon-Avon, England
– মৃত্যু: April 23, 1616 — Stratford-upon-Avon
– ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
– ছিলেন একজন English poet, dramatist, and actor
– ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও জাতীয় কবি হিসেবে খ্যাত
– তিনি মোট ৩৭টি নাটক রচনা করেন
তার উল্লেখযোগ্য রচনাসমূহ:
Tragedies: Hamlet, Othello, King Lear, Macbeth, Romeo and Juliet, Antony and Cleopatra
Comedies: As You Like It, Twelfth Night, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream
Tragi-Comedies: The Merchant of Venice, Measure for Measure, Cymbeline, The Winter’s Tale
Historical Plays: Julius Caesar, Richard II, Richard III, Henry IV (Part I & II), Henry V, Henry VI (Parts I–III), Henry VIII, King John
0
Updated: 2 weeks ago