The Shepheardes Calender, a series of poems, is written by-
A
Alfred Tennyson
B
Sir Philip Sidney
C
Edmund Spenser
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
The Shepheardes Calender
-
এটি Edmund Spenser রচিত একটি কবিতা সংকলন।
-
ইংরেজি সাহিত্যের প্রথম মহান গীতিকাব্য হিসেবে বিবেচিত।
-
এটি ১২টি একক কবিতার সমষ্টি, যা বছরের প্রতিটি মাসের জন্য আলাদা।
-
কবিতাগুলোতে একজন শেফার্ড (রাখাল) তার জীবনের বিভিন্ন দিক যেমন প্রেম, প্রকৃতি, ধর্ম ও রাজনীতির কথা বলে।
-
শেফার্ড চরিত্রটি মূলত কবির কণ্ঠস্বরের প্রতীক, যিনি কখনো প্রেমে ব্যথিত, কখনো সমাজ ও রাজনীতির অসঙ্গতি নিয়ে কথা বলেন।
-
প্রতিটি মাসে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ এবং মানুষের আবেগ-অনুভূতির সুন্দর চিত্র ফুটে ওঠে।
-
কবিতাগুলোতে গ্রামীণ জীবন, প্রকৃতি ও প্রেমের থিম আলোচিত হয়েছে।
-
এর ভাষা পুরনো ইংরেজি রীতি অনুসরণ করে লেখা, যা কবিতাগুলোকে ঐতিহ্যবাহী আবহ দেয়।
-
এটি pastoral শৈলীর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
Edmund Spenser
-
তিনি একজন English poet এবং Elizabethan যুগের কবি।
-
তিনি পরিচিত ছিলেন ‘Poet of Poets’ নামে।
-
তাঁর বিখ্যাত রচনা The Faerie Queene, যা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য।
Notable Works
-
The Shepheardes Calender
-
The Faerie Queene
-
Amoretti
-
Complaints
-
Colin Clouts Come Home Again
-
A View of the Present State of Ireland
Source: Britannica
0
Updated: 1 month ago
The Shepheardes Calender is -
Created: 2 months ago
A
series of novels
B
series of poems
C
series of plays
D
series of letters
• The Shepheardes Calender
-
The Shepheardes Calender হলো Edmund Spenser রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
এটি একটি series of poems।
-
প্রকাশিত: ১৫৭৯ সালে।
-
ইংরেজি সাহিত্যে এটি Renaissance বা পুনর্জাগরণের সূচনা হিসেবে বিবেচিত হয়।
-
গ্রন্থটি মোট ১২টি একক কবিতা নিয়ে গঠিত, যেখানে প্রতিটি কবিতা একেকটি মাসকে প্রতিনিধিত্ব করে।
-
কবিতাগুলোর মাধ্যমে প্রকৃতি, প্রেম, ধর্ম, এবং নৈতিকতা-এর মতো বিষয় ফুটে উঠেছে।
-
Spenser এই গ্রন্থে Pastoral (পল্লীজীবনভিত্তিক) কাব্যরীতি ব্যবহার করেছেন।
• Edmund Spenser
-
তিনি একজন English poet।
-
তার দীর্ঘ allegorical poem, The Faerie Queene, ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে বিবেচিত।
-
তাকে বলা হয় “Poet of Poets”।
-
তার প্রসিদ্ধ sonnet collection হলো Amoretti।
• Notable Works of Edmund Spenser
-
A View of the Present State of Ireland
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
📖 Source: Britannica
0
Updated: 2 months ago
Who created the character King Arthur?
Created: 1 month ago
A
Geoffrey Chaucer
B
Edmund Spenser
C
William Shakespeare
D
Thomas Malory
The Faerie Queene হলো Edmund Spenser-এর লেখা একটি মহাকাব্য।
কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৫৯০
-
ধরণ: ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক রূপক (Allegory)
-
কাঠামো: ১২টি বইয়ে বিভক্ত, প্রতিটি বইতে একটি নাইটের অভিযান বর্ণিত, যা একটি নির্দিষ্ট নৈতিক গুণের প্রতীক
-
সময়কাল: কবি এই মহাকাব্য রচনায় প্রায় ২০ বছর সময় নিয়েছেন
-
মূল চরিত্র: Arthur, রাণী Gloriana এবং অন্যান্য নাইট ও রূপক চরিত্র
-
রূপক ব্যবহার: নৈতিক, রাজনৈতিক, আধ্যাত্মিক, নাইটশিপ/শিভারলিক এবং অ্যারিস্টটলীয়
মূল চরিত্রসমূহ:
-
Red Cross Knight
-
Archimago
-
Belphoebe
-
Orgoglio
-
King Arthur
-
Gloriana
Edmund Spenser (Elizabethan Period)
-
Elizabethan যুগের বিশিষ্ট কবি, যাকে Poet of Poets বলা হয়
-
কবির শিল্পকৌশল পরবর্তী অনেক ইংরেজ কবি অনুসরণ করেছেন
-
Renaissance বা পুনর্জন্মের সময়ের একজন প্রভাবশালী সাহিত্যিক
প্রধান রচনাসমূহ:
-
The Faerie Queene (Epic)
-
The Shepheardes Calender (Poetry Book)
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
Amoretti (Sonnet Collection)
এই মহাকাব্যটি ইংরেজি সাহিত্যে নৈতিক ও রাজনৈতিক রূপকের উৎকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
What type of literary work is 'The Faerie Queene' by Edmund Spenser?
Created: 1 month ago
A
Political novel
B
Fantasy play
C
Poem
D
Short story
The Faerie Queene
-
Edmund Spenser রচিত একটি religious–moral–political allegory।
-
এটিকে Epic Poem ধরা হয় এবং এটি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতা।
-
প্রথম প্রকাশ: ১৫৯০।
-
মোট 12 বই; প্রতিটি বইয়ে এক একজন নাইটের অভিযান বর্ণিত, যারা নৈতিক গুণের প্রতীক।
-
Book I: Red Cross Knight বা Holiness এর কাহিনি।
-
নাইটরা Faerie Queene (Glory/Queen Elizabeth I)–এর সেবা করে।
Characters
Red Cross Knight, Archimago, Belphoebe, Orgoglio, King Arthur, Gloriana প্রমুখ।
Edmund Spenser
-
English poet, পরিচিত Poet of Poets নামে।
-
তার বিখ্যাত sonnet collection: Amoretti।
Notable Works
A View of the Present State of Ireland, Amoretti, Colin Clouts Come Home Again, Complaints, The Faerie Queene, The Shepheardes Calender।
0
Updated: 1 month ago