আবু ইসহাক রচিত উপন্যাস কোনটি?
A
মহাপতঙ্গ
B
হারেম
C
জাল
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
আবু ইসহাক রচিত উপন্যাস
-
জাল
আবু ইসহাক
-
তাঁর জন্ম ১৯২৬ সালের ১ নভেম্বর, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে।
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন তাঁর অমর উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ী’।
আবু ইসহাক রচিত গল্পগ্রন্থ
-
হারেম
-
মহাপতঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
আবু ইসহাক রচিত উপন্যাস নয় কোনটি?
Created: 1 month ago
A
সূর্য-দীঘল বাড়ী
B
পদ্মার পলিদ্বীপ
C
জাল
D
মহাপতঙ্গ
আবু ইসহাক পরিচিতি
জন্ম: ১৯২৬
মৃত্যু: ২০০৩
পেশা: কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা
উপন্যাস
সূর্য দীঘল বাড়ি (প্রথম উপন্যাস)
পদ্মার পলিদ্বীপ (দ্বিতীয় সামাজিক উপন্যাস; পদ্মার বুকে চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম কেন্দ্র করে)
জাল (গোয়েন্দা জাতীয় উপন্যাস)
গল্পগ্রন্থ
হারেম
মহাপতঙ্গ
নাটক
জয়ধ্বনি (একমাত্র নাটক)
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
আবু ইসহাক রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
অভিশাপ
B
জাল
C
হারেম
D
মহাপতঙ্গ
‘জাল’ উপন্যাস
‘জাল’ হলো আবু ইসহাক রচিত একটি গোয়েন্দা-ভিত্তিক উপন্যাস।
এটি তাঁর তৃতীয় উপন্যাস।
উপন্যাসটি রচিত হয়েছে বাস্তব ঘটনা অবলম্বনে।
১৯৫০ সালে সরকারি কর্মকর্তা থাকাকালীন সময়ে লেখকের ওপর ‘জাল নোট’ মামলার তদন্ত করার দায়িত্ব পড়ে। সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েই এই উপন্যাসটি রচিত হয়।
ফলে ‘জাল’ কেবল কল্পকাহিনি নয়, বরং তদন্ত-অভিজ্ঞতা, প্রশাসনিক জটিলতা এবং অপরাধ-চক্রের বাস্তব চিত্রও এতে ফুটে উঠেছে।
আবু ইসহাকের অন্যান্য সাহিত্যকর্ম:
গল্প:
কাজী নজরুল ইসলামের সম্পাদিত নবযুগ পত্রিকায় তাঁর প্রথম প্রকাশিত গল্প ‘অভিশাপ’।
প্রকাশিত গল্পগ্রন্থ:
হারেম (১৯৬২)
মহাপতঙ্গ (১৯৬৩)
এসব গল্পে উঠে এসেছে—ভূমিহীন কৃষক, যুদ্ধ-বিধ্বস্ত মানুষ, দুর্ভিক্ষপীড়িত সমাজ ও নানা পেশাজীবী মানুষের জীবনসংগ্রাম।
উপন্যাস:
সূর্য দীঘল বাড়ি (তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাস)
পদ্মার পালা
জাল
উৎস: ‘জাল’ উপন্যাস, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
কোনটি আবু ইসহাক রচিত গল্পগ্রন্থ?
Created: 1 month ago
A
জাল
B
মহাপতঙ্গ
C
পদ্মার পলিদ্বীপ
D
ক ও খ উভয়ই
আবু ইসহাক ছিলেন একজন প্রখ্যাত কথাসাহিত্যিক ও অভিধান-প্রণেতা, যিনি ১৯২৬ সালের ১ নভেম্বর শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যকর্মের মাধ্যমে সমকালীন বাংলা ভাষার অভিধানের পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বিশেষ করে দুই খণ্ডের সমকালীন বাংলা অভিধান (১৯৯৩, ১৯৯৮) রচনার মাধ্যমে। তাঁর সাহিত্যিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৩), সুন্দরবন সাহিত্য পদক (১৯৮১) এবং অন্যান্য সম্মাননা।
আবু ইসহাকের সাহিত্যকর্মে উল্লেখযোগ্য হলো:
গল্পগ্রন্থ:
-
হারেম
-
মহাপতঙ্গ
উপন্যাস:
-
সূর্য দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
0
Updated: 1 month ago