A
শ্রীচৈতন্যদেব
B
কাহ্নপা
C
বিদ্যাপতি
D
রামকৃষ্ণ পরমহংসদেব
উত্তরের বিবরণ
শ্রীচৈতন্যদেবের জীবনী ও বাংলায় জীবনী সাহিত্য
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনী সাহিত্য শুরু হয়। চৈতন্যদেবের প্রথম জীবনী লেখক হিসেবে খ্যাত মুরারি গুপ্ত।
তিনি ‘শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম’ নামক কাব্য রচনা করেন, যা ‘মুরারি গুপ্তের কড়চা’ নামে পরিচিত। এটি মূলত সংস্কৃত ভাষায় রচিত।
বাংলায় চৈতন্যদেবের জীবনী
-
বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ রচনা করেন বৃদ্ধাবন দাস। গ্রন্থের নাম: চৈতন্য-ভাগবত।
-
দ্বিতীয় জীবনীগ্রন্থ রচনা করেন লোচন দাস, নাম: চৈতন্য-চরিতামৃত।
-
তথ্যের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ এবং অনন্য জীবনী রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, নাম: চৈতন্য-চরিতামৃত।
সূত্র:বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 21 hours ago
'জীবনস্মৃতি' কার রচনা?
Created: 4 days ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
রোকেয়া সাখাওয়াত হোসেন
জীবনস্মৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনস্মৃতি:
-
জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে।
-
বইটিতে ঠাকুর তার শৈশবকাল ও কিশোর জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।
-
বিশেষ করে তিনি বাল্মীকিপ্রতিভা রচনার সময় থেকে গান ও কাব্যের প্রতি মনোনিবেশ করেন।
-
এই সময়ে তিনি রচনা করেন সন্ধ্যাসংগীত (১৮৮২) ও প্রভাতসংগীত (১৮৮৩)।
-
তাঁর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও অনুভূতি এই আত্মজীবনীতে প্রকাশ পেয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর:
-
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, নাট্যকার, কথাসাহিত্যিক, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
বাল্যকাল থেকেই তাঁর প্রতিভা প্রকাশ পেয়েছিল।
-
মাত্র ১৫ বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়।
-
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকরের বাড়িতে।
নাটক ও প্রবন্ধ:
-
উল্লেখযোগ্য নাটক: বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী, তাসের দেশ।
-
উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: পঞ্চভূত, বিচিত্রপ্রবন্ধ, সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সভ্যতার সংকট।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 4 days ago
কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
Created: 21 hours ago
A
বিষের বাঁশি
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলামের ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থ
-
প্রকাশকাল: কাজী নজরুল ইসলামের প্রবন্ধসংকলন ‘যুগবাণী’ ১৯২২ সালের অক্টোবরে প্রকাশিত হয়।
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: এটি ছিল নজরুলের প্রথম প্রবন্ধভিত্তিক বই।
-
নিষিদ্ধ ঘোষণা: বইটি প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই, ২৩ নভেম্বর ১৯২২ সালে ব্রিটিশ সরকার ফৌজদারি বিধির ৯৯এ ধারা অনুযায়ী বাজেয়াপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার: অনেক পরে, ১৯৪৭ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
-
গ্রন্থের বিষয়বস্তু: প্রবন্ধগুলোতে মূলত স্বদেশি চেতনা, জাতীয় জাগরণ, ব্রিটিশবিরোধী মনোভাব ও শিক্ষার নতুন দিকনির্দেশনা ফুটে ওঠে।
-
অন্তর্ভুক্ত প্রবন্ধ: নবযুগ, ধর্মঘট, সত্য-শিক্ষা, ভাব ও কাজ, জাতীয় শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাগরণী প্রভৃতি উল্লেখযোগ্য।
কাজী নজরুল ইসলামের প্রথম যে গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে, সেটি হলো ‘যুগবাণী’।
নজরুলের ৫টি নিষিদ্ধ গ্রন্থ
-
যুগবাণী (প্রবন্ধগ্রন্থ) – নিষিদ্ধ: ২৩ নভেম্বর ১৯২২, নিষেধাজ্ঞা উঠে যায় ১৯৪৭।
-
বিষের বাঁশী (কবিতাগ্রন্থ) – নিষিদ্ধ: ২২ অক্টোবর ১৯২৪, নিষেধাজ্ঞা প্রত্যাহার: ২৭ এপ্রিল ১৯৪৫।
-
ভাঙার গান (কবিতাগ্রন্থ) – নিষিদ্ধ: ১১ অক্টোবর ১৯২৪।
-
প্রলয় শিখা (কবিতাগ্রন্থ) – নিষিদ্ধ: ১৭ সেপ্টেম্বর ১৯৩০।
-
চন্দ্রবিন্দু (গানের সংকলন) – নিষিদ্ধ: ১৪ অক্টোবর ১৯৩১।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।

0
Updated: 21 hours ago
উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
Created: 3 days ago
A
কাহ্নপাদ
B
লুইপাদ
C
শান্তিপাদ
D
রমনীপাদ
চর্যাপদের কবিদের সংখ্যা নিয়ে গবেষকদের মধ্যে কিছু মতভেদ দেখা যায়।
-
প্রফেসর সুকুমার সেন তাঁর ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (প্রথম খণ্ড) গ্রন্থে মোট ২৪ জন পদকর্তার নাম উল্লেখ করেছেন।
-
অন্যদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর ‘Buddhist Mystic Songs’ গ্রন্থে ২৩ জন কবির নাম দিয়েছেন।
উল্লেখযোগ্য কবিরা
এই কবিদের মধ্যে আছেন—
কাহ্নপা, কুক্কুরীপা, ধর্মপা, ঢেগুণপা, বিরুপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীধরপা, লুইপা, শবরপা, শান্তিপা, সরহপা, ডোম্বীপা, কম্বলাম্বরপা, গুণ্ডুরীপা, চাটিল্লপা, আর্যদেবপা, দারিকপা, তাড়কপা, কঙ্কণপা, জয়নন্দীপা ও তন্ত্রীপা।
অপশন বিশ্লেষণ
প্রশ্নে দেওয়া নামগুলির মধ্যে রমনীপাদ চর্যাপদের কবিদের অন্তর্ভুক্ত নন, অর্থাৎ তিনি প্রাচীন যুগের কবি নন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 days ago