A
বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
B
বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
C
বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
D
বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে উক্তি প্রকাশের দুটি ভিন্ন রূপ রয়েছে— প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
-
প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটি ঠিক যেমনটি বলা হয়েছে, তেমনভাবেই তুলে ধরা হয়। এজন্য বক্তব্যটি সবসময় উদ্ধরণ চিহ্ন (“ ”) এর ভেতরে থাকে।
-
পরোক্ষ উক্তিতে বক্তার বক্তব্য সরাসরি না বলে অন্যভাবে প্রকাশ করা হয়। এখানে উদ্ধরণ চিহ্ন থাকে না, বরং বক্তব্য যোগ করার জন্য সাধারণত ‘যে’ সংযোজক অব্যয় ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
পরোক্ষ উক্তি: বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন।
-
প্রত্যক্ষ উক্তি: বাবা ছেলেকে বললেন, “তুমি দীর্ঘজীবী হও।”
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 21 hours ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
Created: 5 days ago
A
বৈকুণ্ঠের খাতা
B
জামাই বারিক
C
বিবাহ-বিভ্রাট
D
হিতে বিপরীত
‘বৈকুণ্ঠের খাতা’
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশিত: ১৮৮৭
-
ধরণ: কৌতুক নাটক
-
কাহিনী সংক্ষেপ: নাটকের কেন্দ্রবিন্দু একজন সরল ও আত্মভোলা বৃদ্ধ। তাঁর চারপাশে নানা রকম হাস্যরসাত্মক ঘটনা ঘটে।
-
বিশেষত্ব: সংলাপের প্রাণবন্ততা এবং চরিত্রের অভিনয়গত বৈশিষ্ট্য নাটকটির জনপ্রিয়তার মূল।
-
চরিত্রসমূহ: কোনো কোনো চরিত্রে লেখকের আত্মীয়-বন্ধুদের ছায়াপাত লক্ষ্য করা যায়।
তুলনামূলক তথ্য:
-
‘জামাই বারিক’ – দীনবন্ধু মিত্র রচিত প্রহসন
-
‘বিবাহ-বিভ্রাট’ – নওরীন জাহান রচিত গ্রন্থ
-
‘হিতে বিপরীত’ – সুকুমার রায়ের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা
-
পরিবার: অভিজাত ঠাকুর পরিবার; পিতা – দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ – প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
পেশা ও দক্ষতা: কবি, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক
-
প্রথম প্রকাশিত কাব্য: বনফুল (বাল্যকালে প্রকাশিত)
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর বাড়ি
নাট্যকর্মের তালিকা (কিছু প্রধান)
-
বিসর্জন
-
রাজা
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
তাসের দেশ
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
ডাকঘর
-
বসন্ত
-
চণ্ডালিকা
-
নটীর পূজা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 5 days ago
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
Created: 4 days ago
A
বেতসবৃত্তি
B
পতঙ্গবৃত্তি
C
জলৌকাবৃত্তি
D
কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলক (বিশেষ্য)
-
শব্দের উৎস: প্রাকৃত
-
অর্থ: যে ব্যক্তি অন্যের লেখা বা ভাবকে নিজের নামে ব্যবহার করে।
কুম্ভিলকবৃত্তি (Plagiarism)
-
সংজ্ঞা: অন্যের রচনা, ভাব বা শব্দ নিজের নামে প্রকাশ করা।
-
আরও সহজভাবে বলা যায়, ইন্টারনেট বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত লেখা, ধারণা বা গবেষণা মূল সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই প্লেজিয়ারিজম।
-
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের হিসেবে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
পতঙ্গবৃত্তি (বিশেষ্য)
-
শব্দের উৎস: সংস্কৃত
-
অর্থ: আলোর দিকে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 4 days ago
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?
Created: 4 days ago
A
চণ্ডীচরণ মুনশী
B
কাজী নজরুল ইসলাম
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মদনমোহন তর্কালঙ্কার
‘আমার পণ’ কবিতা ও মদনমোহন তর্কালঙ্কার
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’—এই পঙ্ক্তিটি মদনমোহন তর্কালঙ্কারের ‘আমার পণ’ কবিতার অংশ।
মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে তথ্য:
-
তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে।
-
পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’, কিন্তু পরিচিতি ‘তর্কালঙ্কার’ হিসেবে।
-
শিশু শিক্ষার জন্য লেখা তাঁর গ্রন্থ শিশু শিক্ষা (তিন খণ্ড, ১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের জন্য বিশেষ উপযোগী।
-
বিখ্যাত শিশুপাঠ্য ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ তাঁরই রচনা।
মৌলিক কাব্যগ্রন্থ:
-
রসতরঙ্গিণী (১৮৩৪)
-
বাসবদত্তা (১৮৩৬)
‘আমার পণ’ কবিতার ভাব:
কবিতায় কবি সকালে নিজেকে দৃঢ়সংকল্পের মাধ্যমে স্মরণ করান যে, সারাদিন ভালো কাজ করা, সকলকে ভালোবাসা, সহমর্মিতা, সততা, এবং শৃঙ্খলা বজায় রাখা—এই সব নিয়ম মেনে চলা উচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago