A
ডব্লিউ বি ইয়েটস
B
ক্লিনটন বি সিলি
C
অরুন্ধতী রায়
D
অমিতাভ ঘোষ
উত্তরের বিবরণ
ক্লিনটন বি. সিলি
-
ক্লিনটন বি. সিলি যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক ও বাংলা সাহিত্য অনুবাদক।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২১ জুন। বর্তমানে তিনি শিকাগো ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক।
-
বাংলাদেশের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ-এর জীবন ও সাহিত্য নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করেছেন।
-
জীবনানন্দ দাশকে নিয়ে তার লেখা গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থের নাম “A Poet Apart”, যা প্রথম প্রকাশিত হয় ১৯৯০ সালে।
-
এ গ্রন্থটির বাংলা অনুবাদ করেন ফারুক মঈনউদ্দীন। অনুবাদ সংস্করণটির নাম “অনন্য জীবনানন্দ”, যা প্রকাশিত হয় ২০১১ সালে।
উৎস: প্রথম আলো, রিপোর্ট প্রকাশিত: ২১ জুন ২০২৪।

0
Updated: 21 hours ago
'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 3 days ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
প্রবন্ধগ্রন্থ
D
কবিতা
‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থ
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
এটি তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ, যা মৃত্যুর পর ১৯৬২ সালে প্রকাশিত হয়েছিল।
-
গ্রন্থের বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি।”
-
প্রবন্ধগ্রন্থে জীবনানন্দ দাশের বিভিন্ন পত্র-পত্রিকায় মুদ্রিত ১৫টি প্রবন্ধ সংকলিত হয়েছে।
জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা ইত্যাদি
জীবনানন্দ দাশের উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
কল্যাণী
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 days ago
জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
Created: 5 days ago
A
বিষ্ণু দে
B
বুদ্ধদেব বসু
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সৈয়দ শামসুল হক
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালে বরিশালে।
-
কাব্যধারা ও স্বীকৃতি:
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে “চিত্ররূপময়” আখ্যা দিয়েছেন।
-
অন্যান্য পরিচিতি: ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
-
বুদ্ধদেব বসু জীবনানন্দকে “নির্জনতম কবি” বলে অভিহিত করেছেন।
-
-
বিখ্যাত রচনা ও প্রবন্ধ
-
প্রবন্ধগ্রন্থ: “কবিতার কথা”, যেখানে উল্লেখযোগ্য উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”।
-
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন (যার উপর আডগার এলেন পো-এর প্রভাব লক্ষ্য করা যায়)
-
ঝরা পালক
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
মৃত্যুর পর প্রকাশিত: রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 5 days ago
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Created: 1 month ago
A
ধূসর পাণ্ডুলিপি
B
কবিতার কথা
C
ঝরা পালক
D
দুর্দিনের যাত্রী
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।

0
Updated: 1 month ago