জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
A
শ্রীচৈতন্যদেব
B
কাহ্নপা
C
বিদ্যাপতি
D
রামকৃষ্ণ পরমহংসদেব
উত্তরের বিবরণ
শ্রীচৈতন্যদেবের জীবনী ও বাংলায় জীবনী সাহিত্য
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনী সাহিত্য শুরু হয়। চৈতন্যদেবের প্রথম জীবনী লেখক হিসেবে খ্যাত মুরারি গুপ্ত।
তিনি ‘শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম’ নামক কাব্য রচনা করেন, যা ‘মুরারি গুপ্তের কড়চা’ নামে পরিচিত। এটি মূলত সংস্কৃত ভাষায় রচিত।
বাংলায় চৈতন্যদেবের জীবনী
-
বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ রচনা করেন বৃদ্ধাবন দাস। গ্রন্থের নাম: চৈতন্য-ভাগবত।
-
দ্বিতীয় জীবনীগ্রন্থ রচনা করেন লোচন দাস, নাম: চৈতন্য-চরিতামৃত।
-
তথ্যের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ এবং অনন্য জীবনী রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, নাম: চৈতন্য-চরিতামৃত।
সূত্র:বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
‘মহাকীর্তি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মহতী যে কীর্তি
B
মহা যে কীর্তি
C
মহান যে কীর্তি
D
মহান কীর্তি যার
মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।
0
Updated: 1 month ago
“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?
Created: 1 month ago
A
কাজী নজরুল ইসলাম
B
কামাল পাশা
C
চিত্তরঞ্জন দাস
D
সুভাষ বসু
কবিতায় "দামাল ছেলে" বলতে কামাল পাশাকে বোঝানো হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা।
-
কামাল পাশা
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
উদ্ধৃত অংশ:
"ঐ খেপেছে পাগ্লি মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে জোর্সে সামাল সামাল তাই।
কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো কামাল! তু নে কামাল কিয়া ভাই!"
-
-
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ
-
এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
জনপ্রিয় কবিতা: 'বিদ্রোহী', যার জন্য তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত।
-
কাব্যের প্রথম কবিতা: প্রলয়োল্লাস।
-
কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
-
-
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
-
0
Updated: 1 month ago
'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
শঙ্খ ঘােষ
C
শক্তি চট্টোপাধ্যায়
D
শামসুর রাহমান
শঙ্খ ঘোষ বাংলাদেশের একটি বিশিষ্ট সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক এবং সম্পাদক। তিনি ৫ ফেব্রুয়ারি ১৯৩২ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন এবং কুন্তক নামে একটি ছদ্মনামও ব্যবহার করেছেন।
শিক্ষাজীবনে তিনি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশি (পাবনা, বাংলাদেশ), প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’ প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
উল্লেখযোগ্য তথ্যগুলো হলো:
-
তিনি লব্ধপ্রতিষ্ঠ কবি, প্রাবন্ধিক ও সম্পাদক ছিলেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
-
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
-
চুপ করো, শব্দহীন হও
-
সবিনয় নিবেদন
-
বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে
-
হওয়া
কবির প্রাপ্ত গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে রয়েছে:
-
-
-
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৭)
-
রবীন্দ্র পুরস্কার (১৯৮৯)
-
কবীর সম্মান (১৯৯৮)
-
সরস্বতী সম্মান (১৯১৮)
-
অজ্ঞানপীঠ পরস্থার (২০১৬)
-
0
Updated: 1 month ago