A
অক্টোপাস
B
কালো বরফ
C
ক্রীতদাসের হাসি
D
নাঢ়াই
উত্তরের বিবরণ
‘নাঢ়াই’ শওকত আলীর লেখা একটি উপন্যাস। এখানে তেভাগা আন্দোলনের পটভূমি তুলে ধরা হয়েছে।
-
‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের প্রসিদ্ধ উপন্যাস (প্রকাশকাল: ১৯৬২)। তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান। এই উপন্যাসে প্রতীকী ভঙ্গিতে তৎকালীন পাকিস্তানি শাসকদের অন্যায়-অবিচার ও শোষণের সমালোচনা করা হয়েছে। এটিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি হিসেবে স্বীকৃত।
-
‘কালো বরফ’ উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। এ গ্রন্থে দেশভাগের ঘটনাবলি গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
‘অক্টোপাস’ উপন্যাসটি লিখেছেন কবি শামসুর রহমান।
শওকত আলী
-
জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬, মৃত্যু: ২৫ জানুয়ারি। জন্মস্থান: দিনাজপুর জেলার রায়গঞ্জ।
-
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ’ (১৯৬৪)। পরে তিনি আরও বহু ছোটগল্প ও উপন্যাস লিখেছেন।
-
শিশু-কিশোরদের জন্যও তিনি লিখেছেন।
-
পুরস্কারসমূহ:
-
বাংলা ছোটগল্পে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮)
-
হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (বাংলাদেশ লেখক শিবির, ১৯৭৭)
-
শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পিঙ্গল আকাশ
-
প্রদোষে প্রাকৃতজন
-
দক্ষিণায়নের দিন
-
কুলায় কালস্রোত
-
পূর্বরাত্রি পূর্বদিন
-
যেতে চাই
-
ওয়ারিশ
-
বাসর মধুচন্দ্রিমা
-
উত্তরের খেপ
-
বসত
-
হিসাবনিকাশ
-
দলিল
-
উত্তরের ছাপ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 21 hours ago
'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
Created: 3 weeks ago
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 3 weeks ago
'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
Created: 4 days ago
A
শামসুদ্দীন আবুল কালাম
B
শওকত আলী
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রাহমান
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী। পৈত্রিক বাড়ি – ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
পিতৃনাম ও ডাকনাম: ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
প্রারম্ভিক সাহিত্য জীবন:
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা: উনিশ শ’উনপঞ্চাশ, প্রকাশিত নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
১৯৬০: প্রথম কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
-
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান প্রকাশিত, যা শামসুর রাহমানের আগমনী কবিতা হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে; এ জন্য আদমজী পুরস্কার পান, যা প্রদান করেন প্রেসিডেন্ট আইয়ুব খান।
-
-
সাংবাদিকতা জীবন:
-
১৯৫৭ সালে ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে শুরু।
-
-
সামাজিক ও রাজনৈতিক প্রতিফলন:
-
১৯৭০ সালে প্রকাশিত কাব্য নিজ বাসভূমে, শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ।
-
উল্লেখযোগ্য কবিতা: বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি ১৯৬৯, পুলিশ রিপোর্ট, হরতাল, এ লাশ আমরা রাখব কোথায়।
-
কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রতিফলিত আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago
'নদী ও নারী' কার রচনা?
Created: 2 months ago
A
কাজী আব্দুল ওদুদ
B
আবুল ফজল
C
শামসুদ্দিন আবুল কালাম
D
হুমায়ুন কবির
‘নদী ও নারী’
‘নদী ও নারী’ হুমায়ুন কবির রচিত একটি কালজয়ী বাংলা উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৫ সালে। এই একই বছরে এর ইংরেজি অনুবাদ ‘Men and Rivers’ শিরোনামে প্রকাশিত হয়।উপন্যাসটির পটভূমি গড়ে উঠেছে পদ্মা নদীঘেঁষা চরের মানুষের জীবন বাস্তবতাকে ঘিরে।
মূলত নজু মিয়া ও আসগর মিয়া নামের দুই বন্ধুর জীবনের নানা ঘাত-প্রতিঘাত, আবেগ-অনুভূতি, আশা-নিরাশার ছায়ায় এগিয়ে গেছে উপন্যাসের কাহিনি।
হুমায়ুন কবির এই উপন্যাসে বাঙালি মুসলমান সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। পদ্মা নদীর গতিশীল চরাঞ্চল ও তার প্রভাবিত মানুষের জীবনধারা যেন এখানে সাহিত্যের রূপ পেয়েছে। ১৯৬৫ সালে এই উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যা উপন্যাসটির গুরুত্বকে আরও প্রতিষ্ঠিত করে।
হুমায়ুন কবির: সংক্ষিপ্ত জীবনী
হুমায়ুন কবির ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী – তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও সাহিত্যিক। তাঁর জন্ম ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে। তাঁর পুরো নাম ছিল হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি 'চতুরঙ্গ' নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবেও খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালের ১৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন কবিরের সাহিত্যকর্ম
উপন্যাস:
-
নদী ও নারী (১৯৪৫)
কাব্যগ্রন্থ:
-
স্বপ্নসাধ
-
সাথী
-
অষ্টাদশী
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago