‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
A
ঢাকার পল্টন
B
নওগাঁর পরিসর
C
কুষ্টিয়ার কুমারখালী
D
ময়মনসিংহের ত্রিশাল
উত্তরের বিবরণ
গ্রামবার্তা প্রকাশিক
বাংলার মফস্বল অঞ্চল থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম ছিল ‘গ্রামবার্তা প্রকাশিকা’। এটি একটি মাসিক পত্রিকা ছিল।
১৮৬৩ সালের এপ্রিলে কুষ্টিয়া জেলার কুমারখালী (তৎকালীন নদীয়া জেলার অন্তর্ভুক্ত) থেকে এই পত্রিকাটি বের হয়। কুমারখালী বাংলা পাঠশালার প্রধান শিক্ষক হরিনাথ মজুমদার, যিনি ‘কাঙাল হরিনাথ’ নামেও পরিচিত, ছিলেন এর সম্পাদক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
Created: 1 month ago
A
বেতসবৃত্তি
B
পতঙ্গবৃত্তি
C
জলৌকাবৃত্তি
D
কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলক (বিশেষ্য)
-
শব্দের উৎস: প্রাকৃত
-
অর্থ: যে ব্যক্তি অন্যের লেখা বা ভাবকে নিজের নামে ব্যবহার করে।
কুম্ভিলকবৃত্তি (Plagiarism)
-
সংজ্ঞা: অন্যের রচনা, ভাব বা শব্দ নিজের নামে প্রকাশ করা।
-
আরও সহজভাবে বলা যায়, ইন্টারনেট বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত লেখা, ধারণা বা গবেষণা মূল সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই প্লেজিয়ারিজম।
-
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের হিসেবে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
পতঙ্গবৃত্তি (বিশেষ্য)
-
শব্দের উৎস: সংস্কৃত
-
অর্থ: আলোর দিকে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।
0
Updated: 1 month ago
আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
Created: 1 month ago
A
দ্বিরুক্ত শব্দ
B
সার্থক শব্দ
C
যুগ্মশব্দ
D
শব্দদ্বিত্ব
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মাণ অনুযায়ী, নবম-দশম শ্রেণির নতুন সংস্করণে দ্বিরুক্ত শব্দকে শব্দদ্বিত্ব বলা হয়েছে। তবে ৪২তম বিসিএসের প্রশ্নটি পুরাতন সংস্করণ অনুসারে তৈরি হওয়ায়, পুরাতন নিয়ম অনুযায়ী অপশন ‘ক’ (দ্বিরুক্ত শব্দ) সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
• উদাহরণ: 'আমার জ্বর জ্বর লাগছে' – এখানে 'জ্বর-জ্বর' দ্বিরুক্ত শব্দের উদাহরণ।
• শব্দ বা পদের দ্বিরুক্তি: বাক্যে একই পদ বারবার ব্যবহার করাকে পদের দ্বিরুক্তি বলা হয়। বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে বিভিন্ন অর্থ বোঝানো হয়।
• বিশেষ্য পদের দ্বিরুক্তি এবং এর অর্থ:
-
আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, থোকা থোকা জাম
-
সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি
-
পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে
-
ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়
-
অনুরূপ বোঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই
-
আগ্রহ বোঝাতে: সে মা মা বলে কাঁদছে
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
C
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
D
আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
১/এ কথা প্রমানিত হয়েছে। (সঠিক) ২/ অল্প দিনের মধ্যে তিনি আরোগ্যলাভ করবেন। (সঠিক) ৩/আবশ্যক ব্যয়ে কৃপণতা করা অনুচিত। (সঠিক) তাই সঠিক বাক্য - "গীতাঞ্জলী " পড়েছো কি?
0
Updated: 1 month ago