A
স্যার এ. এফ. রহমান
B
রমেশচন্দ্র মজুমদার
C
সৈয়দ সাজ্জাদ হােসায়েন
D
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তরের বিবরণ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি জেনেভায় অবস্থানকালে পাকিস্তানি সেনাদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।
পরে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে তিনি লন্ডনে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক মহলে সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা অর্জনের পর তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 21 hours ago
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
Created: 21 hours ago
A
ঢাকার পল্টন
B
নওগাঁর পরিসর
C
কুষ্টিয়ার কুমারখালী
D
ময়মনসিংহের ত্রিশাল
গ্রামবার্তা প্রকাশিক
বাংলার মফস্বল অঞ্চল থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম ছিল ‘গ্রামবার্তা প্রকাশিকা’। এটি একটি মাসিক পত্রিকা ছিল।
১৮৬৩ সালের এপ্রিলে কুষ্টিয়া জেলার কুমারখালী (তৎকালীন নদীয়া জেলার অন্তর্ভুক্ত) থেকে এই পত্রিকাটি বের হয়। কুমারখালী বাংলা পাঠশালার প্রধান শিক্ষক হরিনাথ মজুমদার, যিনি ‘কাঙাল হরিনাথ’ নামেও পরিচিত, ছিলেন এর সম্পাদক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 21 hours ago
'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
লালন শাহ্
B
হাসন রাজা
C
পাগলা কানাই
D
রাধারমণ দত্ত
লালন শাহ্ (১৭৭২–১৮৯০) ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু এবং বাউল গানের সর্বাধিক খ্যাতিমান রচয়িতা ও গায়ক।
তিনি ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কিছু মত অনুযায়ী তাঁর জন্ম কুষ্টিয়ার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে।
লালন কখনো জাতিভেদ মেনে চলেননি। তাই তার গানে আমরা পাই এই ধরনের বাণী:
“সব লোকে কয় লালন কি জাত সংসারে / লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।”
তার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি গান হলো:
-
‘খাঁচার ভিতর অচিন পাখি’
-
‘বাড়ির কাছে আরশী নগর’
-
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
-
‘আমার ঘরের চাবি পরের হাতে’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
Created: 4 days ago
A
বেতসবৃত্তি
B
পতঙ্গবৃত্তি
C
জলৌকাবৃত্তি
D
কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলক (বিশেষ্য)
-
শব্দের উৎস: প্রাকৃত
-
অর্থ: যে ব্যক্তি অন্যের লেখা বা ভাবকে নিজের নামে ব্যবহার করে।
কুম্ভিলকবৃত্তি (Plagiarism)
-
সংজ্ঞা: অন্যের রচনা, ভাব বা শব্দ নিজের নামে প্রকাশ করা।
-
আরও সহজভাবে বলা যায়, ইন্টারনেট বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত লেখা, ধারণা বা গবেষণা মূল সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই প্লেজিয়ারিজম।
-
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের হিসেবে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
পতঙ্গবৃত্তি (বিশেষ্য)
-
শব্দের উৎস: সংস্কৃত
-
অর্থ: আলোর দিকে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 4 days ago