A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
উত্তরের বিবরণ
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 21 hours ago
University wits are from -
Created: 3 days ago
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
University Wits (16th century, Elizabethan)
-
Pioneer English dramatists, Oxford/Cambridge graduates (except Thomas Kyd)।
-
বৈশিষ্ট্য: আগের ধারার নাটক পরিহার, আধুনিকতা ও বৈচিত্র্য।
Members:
-
Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe (Cambridge)
-
Thomas Lodge, George Peele, John Lyly (Oxford)
-
Thomas Kyd (no university)

0
Updated: 3 days ago
"The music in my heart I bore, Long after it was heard no more." belongs to which poet?
Created: 4 weeks ago
A
S. T. Coleridge
B
P. B. Shelley
C
William Wordsworth
D
Thomas Gray
“The music in my heart I bore, Long after it was heard no more.” এই লাইনটির লেখক হলেন William Wordsworth।
সংক্ষিপ্ত বিবরণ:
-
কবি: William Wordsworth (1770–1850)
-
কবিতার নাম: The Solitary Reaper
-
প্রকাশ: ১৮০৭
-
বিষয়বস্তু:
-
একাকী মাঠে কাজ করা তরুণী মেয়ের গান কবিকে মুগ্ধ করে
-
গানটি শেষ হলেও এর আবেগ ও সুর কবির হৃদয়ে দীর্ঘ সময় ধরে অনুরণিত থাকে
-
কবিতাটি প্রকৃতি, অনুভূতি এবং মানুষের অন্তর্মনের স্থায়িত্বকে তুলে ধরে
-
William Wordsworth:
-
Romantic Period-এর প্রধান English কবি
-
Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
Lake District-এর জন্মস্থানের কারণে তাকে Lake Poet বলা হয়
-
কবিতায় প্রকৃতি ও মানুষের সম্পর্কের গুরুত্ব প্রাধান্য পায়
-
সহজ ও প্রাকৃতিক ভাষায় রচিত কবিতার জন্য বিখ্যাত
Famous Works:
-
Lyrical Ballads
-
The Daffodils
-
Lucy Poems
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
The Excursion
-
Michael
-
Ode on Immortality
উত্তর: William Wordsworth

0
Updated: 4 weeks ago
Who wrote the poem 'The Revolt of Islam'?
Created: 4 weeks ago
A
W.B. Yeats
B
T.S. Eliot
C
John Keats
D
P.B. Shelley
• The Revolt of Islam:
- এটি P.B. Shelley রচিত একটি Poem.
- It is a poem in twelve cantos.
- যা 1817 সালে প্রকাশিত হয়।
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

0
Updated: 4 weeks ago