‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
A
সোপান
B
সমর্থ
C
সোল্লাস
D
সওয়ার
উত্তরের বিবরণ
সোমত্ত / সমত্ত (বিশেষণ)
-
এটি একটি তৎসম শব্দ।
অর্থ:
-
বিয়ের উপযুক্ত (যেমন: ঘরে আমার সোমত্ত মেয়ে)
-
যৌবনপ্রাপ্ত
-
সক্ষম বা সমর্থ
-
বয়ঃপ্রাপ্ত (যেমন: সোমত্ত মেয়ে মাথার উপরে — কাজী আবদুল ওদুদ)
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
0
Updated: 1 month ago
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
Created: 1 month ago
A
আবেদনপত্র
B
চুক্তিপত্র
C
মানপত্র
D
স্মারকলিপি
সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।
0
Updated: 1 month ago
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক?
Created: 1 month ago
A
দিনের বেলায় আলোর উৎস সূর্য
B
দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
C
দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
D
অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
উক্ত পংক্তিতে কবি বোঝাতে চেয়েছেন— যে ব্যক্তি দিনের আলো থাকাকালীন অকারণে মোমবাতি জ্বালায়, সে আসল প্রয়োজনের সময় (রাত্রে) আর আলো জ্বালাতে পারবে না।
এর অর্থ হলো, অযথা ব্যয় করলে বা অপচয় করলে প্রয়োজনকালে অভাব দেখা দেয়। তাই এখানে মূল শিক্ষা হলো অপব্যয়ের পরিণাম দুঃখজনক।
ক, খ, গ বিকল্পে আংশিক সত্য থাকলেও মূল বক্তব্যকে ধারণ করে না। সঠিক সম্প্রসারণ হলো "অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক"।
0
Updated: 1 month ago
'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা-
Created: 1 month ago
A
বিদ্যাপতি
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গােবিন্দদাস
D
কৃষ্ণদাস কবিরাজ
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী—তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ-সংস্কারক। প্রধানত কবি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
-
তিনি রচিত ‘গীতাঞ্জলি’ অবলম্বনে ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ ১৯১২ সালে প্রকাশিত হয়।
-
নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ‘গীতাঞ্জলি’ জন্য নয়, বরং ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ এর জন্য।
-
ব্রিটিশ সরকার ১৯১৫ সালে তাকে নাইটহুড উপাধি প্রদান করে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে তাকে ডি. লিট্ উপাধি প্রদান করে।
আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী রচনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
-
পদাবলী নিয়ে তার রচিত কাব্যের নাম ‘ভানুসিংহের পদাবলী’, যার বেশির ভাগ পদ ব্রজবুলি ভাষায় রচিত।
-
গ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
-
এর অন্তর্গত একটি লেখা: ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান! মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট রক্ত কমল কর.......’
0
Updated: 1 month ago