The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
উত্তরের বিবরণ
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 21 hours ago
Love for the whole world is called -
Created: 5 days ago
A
philanthropy
B
misogyny
C
benevolence
D
misanthropy
সঠিক উত্তর: Philanthropy
-
Love for the whole world is called – Philanthropy.
-
Philanthropy (Noun):
-
English Meaning: The desire to help and improve the lives of others, usually by donating money or doing good works.
-
Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
Misogyny (Noun):
-
English Meaning: Strong dislike, hatred, or prejudice against women.
-
Bangla Meaning: নারীবিদ্বেষ; স্ত্রীদ্বেষ।
-
-
Benevolence (Noun):
-
English Meaning: The quality of being kind and wishing to do good or charitable acts.
-
Bangla Meaning: হিতসাধনের মনোভাব বা দানশীলতা।
-
-
Misanthropy (Noun):
-
English Meaning: Hatred or dislike of humankind.
-
Bangla Meaning: নরবিদ্বেষ; মানববৈরভাব।
-
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 5 days ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 1 month ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 1 month ago
Which of these plays is based on Roman history?
Created: 4 weeks ago
A
King Lear
B
Henry IV
C
Julius Caesar
D
Macbeth
Julius Caesar হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি এবং Historical Play, যা প্রাচীন রোমান ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে আবর্তিত।
Julius Caesar (নাটক)
-
লেখা হয়েছে: 1599–1600
-
প্রকাশিত: 1623 সালে Shakespeare-এর First Folio-তে
-
কেন্দ্রীয় ঘটনা: Julius Caesar-এর ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি ঠেকাতে Brutus ও অন্যান্য ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
-
মূল চরিত্র: Julius Caesar, Brutus, Mark Antony, Cassius
-
নাটকের থিম: ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র, নৈতিক দ্বন্দ্ব
মূল ঘটনার সারসংক্ষেপ:
-
Caesar রোমের একজন শক্তিশালী রাজনীতিবিদ ও সেনা নেতা।
-
Brutus, Caesar-এর ঘনিষ্ঠ বন্ধু, ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যার অংশ নেন।
-
March-এর Ides-এ Caesar হত্যা করা হয়।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে বিতাড়িত করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ চালায়।
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
পেশা: English poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, English national poet
-
মোট লেখা: 37 plays, 154 sonnets
উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis

0
Updated: 4 weeks ago