Once celebrated for her ethical journalism, she was now accused of writing _____ articles to appease corporate sponsors.
A
didactic
B
erudite
C
sycophantic
D
trenchant
উত্তরের বিবরণ
• Complete sentence:
Once celebrated for her ethical journalism, she was now accused of writing sycophantic articles to appease corporate sponsors.
-
Bangla meaning: একসময় তার নীতিবান সাংবাদিকতার জন্য বিখ্যাত হলেও, এখন তার বিরুদ্ধে কর্পোরেট পৃষ্ঠপোষকদের খুশি করার জন্য চাটুকারপূর্ণ প্রবন্ধ লেখার অভিযোগ আনা হচ্ছে।
• Given options:
-
ক) didactic — শিক্ষামূলক; নীতিমূলক
-
খ) erudite — (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ
-
গ) sycophantic — মোসাহেবি; চাটুকারপূর্ণ; তোষামোদি
-
ঘ) trenchant — (ভাষা) প্রবল; তীক্ষ্ণ ও মর্মভেদী
-
ঙ) impudent — বেহায়া; ধৃষ্ট; নির্লজ্জ
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — গ) sycophantic
-
কারণ বাক্যটি সাংবাদিকের পূর্বের নীতিগত খ্যাতির সাথে "কর্পোরেট স্পনসরদের খুশি করার" জন্য নিবন্ধ লেখার তার বর্তমান আচরণের তুলনা করে।
-
Sycophantic means obsequiously flattering or excessively praiseful to gain favor—perfectly describing unethical writing to please sponsors.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 22 hours ago
Which is the most important part of a letter?
Created: 2 weeks ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 2 weeks ago
Choose the correctly spelled word:
Created: 3 days ago
A
Equpment
B
Equippment
C
Equipment
D
Equepment
• Equipment:
English meaning: the set of necessary tools, clothing, etc. for a particular purpose.
Bangla meaning:
-
সজ্জা; প্রস্তুতি
-
(collective noun) যন্ত্রপাতি
Example:
-
The soldiers gave their equipment a final check before setting off.
-
Firefighters had to cut the trapped driver free using special equipment.
Source: Cambridge Dictionary.

0
Updated: 3 days ago
Who wrote the famous novel "Gulliver's Travels"?
Created: 4 weeks ago
A
Jonathan Swift
B
Daniel Defoe
C
Samuel Richardson
D
Henry Fielding
Gulliver’s Travels
-
রচয়িতা: Jonathan Swift (Augustan age-এর লেখক, 18th century satire)
-
প্রকাশকাল: 1726
-
পূর্ণ নাম: Travels into Several Remote Places in the World
-
চার খণ্ডের ব্যঙ্গাত্মক উপন্যাস
-
কাহিনী: Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে গিয়ে লিলিপুটে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে; তাদের উপকারে আসে, Blefuscu-এর সাথে যুদ্ধে সাহায্য করে; পরে রোষানলে পড়ে চোখ উপড়ে নেওয়ার শাস্তি পেতে যাচ্ছিল কিন্তু পালিয়ে বেঁচে যায়।
Jonathan Swift
-
Anglo-Irish author ও clergyman
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
প্রধান রচনা
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of the Books

0
Updated: 4 weeks ago