A
৭ জুন, ১৯৯৪
B
১১ জুন, ১৯৯৪
C
১ জুলাই, ১৯৯৪
D
১২ জুলাই, ১৯৯৪
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যার বর্তমান গ্রহণযোগ্যতা নেই। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা ১১ জুন, ১৯৯৪ তারিখে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন।
নাইজেরিয়া:
- নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং তেল সমৃদ্ধ দেশ।
- এর পশ্চিমে বেনিন, পূর্বে চাদ ও ক্যামেরুন, উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- রাজধানী: আবুজা।
- বৃহত্তম শহর: লেগোস।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: নাইজেরিয়ান নাইরা।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago