Questions 36 to 40: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Known for his _____ wit, the writer could make even the harshest criticism sound charming.
A
affable
B
sardonic
C
caustic
D
insular
উত্তরের বিবরণ
• Complete sentence:
Known for his sardonic wit, the writer could make even the harshest criticism sound charming.
-
Bangla meaning: তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক রসবোধের জন্য পরিচিত ওই লেখক এমনকি সবচেয়ে কঠোর সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তুলতে পারতেন।
• Given options:
-
ক) affable — শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক
-
খ) sardonic — বিদ্রূপাত্মক; অবজ্ঞাপূর্ণ; উপহাসপূর্ণ
-
গ) caustic — তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক (lacks the implied charm)
-
ঘ) insular — দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ
-
ঙ) genial — সদয়; সহানুভূতিশীল; মিশুক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — খ) sardonic
-
কারণ বাক্যটি এমন একজন লেখকের বর্ণনা দেয় যার বুদ্ধি "কঠোরতম সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তোলে"। এর জন্য এমন একটি শব্দ প্রয়োজন যা তীক্ষ্ণ, বিদ্রূপাত্মক হাস্যরসকে চতুর বা বিদ্রূপাত্মক ধারার সাথে প্রকাশ করে।
-
'Sardonic wit' এমন ধরনের রসবোধ যা হাস্যরসের আড়ালে ব্যঙ্গ বা কটাক্ষ প্রকাশ করে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 21 hours ago
Read attentively to make a good result. (Compound)
Created: 2 weeks ago
A
You read attentively or make a good result.
B
Read attentively for making a good result.
C
Read attentively and you will make a good result.
D
Read attentively and you can make a good result.
The correct answer is - গ) Read attentively and you will make a good result.
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
• Examples:
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed.
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options
ক) You read attentively or make a good result.
"or" দিলে অর্থ হয় "পড়ো নয়তো ভালো ফল করো", যা বিপরীত ও ভুল।
খ) Read attentively for making a good result.
এটি complex বা simple sentence, compound নয়।
ঘ) Read attentively and you can make a good result.
"can" সম্ভাবনা বোঝায়, কিন্তু মূল বাক্যে নিশ্চিত ফলাফল বোঝানো হয়েছে, তাই "will" সঠিক।

0
Updated: 2 weeks ago
The Doctor's Dilemma is -
Created: 3 weeks ago
A
play
B
novel
C
poem
D
short story
• The Doctor's Dilemma:
- এটি George Bernard Shaw রচিত একটি drama.
- এটি একটি four-act drama.
- ১৯১১ সালে প্রথম এই play টি প্রকাশিত হয়।
- The play satirizes the medical profession and comments wryly on the general public’s inability to distinguish between personal behavior and achievement.
• George Bernard Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

0
Updated: 3 weeks ago
What was the first working title of Pride and Prejudice?
Created: 1 week ago
A
The Bennet Sisters
B
First Impressions
C
Marriage and Morality
D
Pride Before Love
Jane Austen প্রথমে উপন্যাসটির নাম রেখেছিলেন First Impressions (১৭৯৬ সালে লেখা শুরু হয়)। নামটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ উপন্যাসে প্রায় সব চরিত্রই প্রথম ধারণার উপর ভিত্তি করে অন্যদের বিচার করে।
Elizabeth Darcy-কে অহংকারী ভাবে, আর Darcy Elizabeth-কে “not handsome enough” মনে করে। এই ভুল ধারণাই গল্পের মূল দ্বন্দ্ব সৃষ্টি করে। পরে প্রকাশক নাম পরিবর্তন করে Pride and Prejudice রাখেন। নতুন নামও উপন্যাসের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে—Darcy’র Pride আর Elizabeth-এর Prejudice।

0
Updated: 1 week ago