‘বেদের মেয়ে’ নাটকটির রচয়িতা পল্লিকবি জসীম উদ্দীন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে।
• জসীম উদ্দীন রচিত অন্যান্য নাটক:
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মেয়ে
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
A
ছেঁড়াতার
B
চাকা
C
বাকী ইতিহাস
D
কী চাহ হে শঙ্খচিল
উত্তরের বিবরণ
‘কি চাহ শঙ্খচিল’ মমতাজ উদ্দীন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এ নাটকে মূলত বীরাঙ্গনার করুণ কাহিনি ফুটে উঠেছে।
১৯৮৩-৮৪ সালে প্রকাশিত এই নাটকে লেখক প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের এক ভিন্নরকম চিত্র এঁকেছেন।
নাটকে শঙ্খচিল হয়ে উঠেছে একাত্তরের অশুভ শক্তির প্রতীক, যেন শকুনের মতো ভয়ংকর উপস্থিতি।
প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের হাতে লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়। অথচ তার স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ব্যবহার করে অর্থ-সুবিধা ভোগ করতে থাকে।
এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের পথে কত ত্যাগ, বেদনা আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে।
মমতাজ উদ্দীন আহমদ (১৯৩৫-২০১৯) বাংলা নাট্যসাহিত্যের এক বিশিষ্ট নাট্যকার।
তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মালদহে।
তাঁর লেখা বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে:
স্বাধীনতা আমার স্বাধীনতা
কি চাহ শঙ্খচিল
হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার
প্রেম
বিবাহ সুটকেস
রাজা অনুস্বারের পালা
সাত ঘাটের কানাকড়ি
রাক্ষুসী
এই সেই কণ্ঠস্বর
পুত্র আমার পুত্র
হাস্য লাস্য ভাষ্য
ভালোবাসার দশ নাটক ইত্যাদি।
মমতাজ উদ্দীন আহমদের রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নাটক হলো—
বর্ণচোর
বকুলপুরের স্বাধীনতা
কি চাহ শঙ্খচিল
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, কি চাহ শঙ্খচিল, মমতাজ উদ্দীন আহমদ
0
Updated: 1 month ago
কবর নাটকটি সর্বপ্রথম কোথায় অভিনীত হয়?
Created: 1 month ago
A
বাংলা টেলিভিশনে
B
কেন্দ্রীয় শহীদ মিনারে
C
ঢাকা কেন্দ্রীয় কারাগারে
D
রমনা বটমূলে
কবর’ নাটক:
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক
লেখা: মুনীর চৌধুরী, জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে
প্রেক্ষাপট: বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানায় ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক রচনার অনুরোধ করেন
প্রথম অভিনয়: রাজবন্দীদের দ্বারা জেলখানায়
মুনীর চৌধুরীর মৌলিক নাটকসমূহ:
রক্তাক্ত প্রান্তর
চিঠি
কবর
দন্ডকারণ্য
অনুবাদ নাটকসমূহ:
কেউ কিছু বলতে পারে না
রূপার কৌটা
মুখরা রমণী বশীকরণ
0
Updated: 1 month ago
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
কাজী নজরুল ইসলাম
B
জসীম উদদীন
C
আল মাহমুদ
D
দ্বিজেন্দ্রলাল রায়
0
Updated: 1 month ago
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
বহিপীর
C
পায়ের আওয়াজ পাওয়া যায়
D
ওরা কদম আলী
সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন প্রখ্যাত কথাসাহিত্যিক এবং নাট্যকার, যিনি বাংলা সাহিত্যে তার অবদানের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে জন্মগ্রহণ করেন।
তার সাহিত্যকর্মের জন্য তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন, যেমন: বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), এবং একুশে পদক (১৯৮৩)।
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত সাহিত্যকর্ম:
গল্পগ্রন্থ:
নয়নচারা
দুই তীর ও অন্যান্য গল্প
নাটক:
বহিপীর
সুড়ঙ্গ
তরঙ্গভঙ্গ
উজানে মৃত্যু
উপন্যাস:
লালসালু
চাঁদের অমাবস্যা
কাঁদো নদী কাঁদো
দি আগলি এশিয়ান
অন্যান্য প্রাসঙ্গিক নাটক:
কবর – মুনির চৌধুরীর রচিত, ভাষা আন্দোলনভিত্তিক নাটক
পায়ের আওয়াজ পাওয়া যায় – সৈয়দ শামসুল হকের রচিত, মুক্তিযুদ্ধের পটভূমিতে কাব্যনাটক
ওরা কদম আলী – মামুনুর রশীদ রচিত নাটক
0
Updated: 1 month ago