১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
A
স্যার এ. এফ. রহমান
B
রমেশচন্দ্র মজুমদার
C
সৈয়দ সাজ্জাদ হােসায়েন
D
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তরের বিবরণ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি জেনেভায় অবস্থানকালে পাকিস্তানি সেনাদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।
পরে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে তিনি লন্ডনে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক মহলে সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা অর্জনের পর তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
Created: 1 month ago
A
বৈকুণ্ঠের খাতা
B
জামাই বারিক
C
বিবাহ-বিভ্রাট
D
হিতে বিপরীত
‘বৈকুণ্ঠের খাতা’
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশিত: ১৮৮৭
-
ধরণ: কৌতুক নাটক
-
কাহিনী সংক্ষেপ: নাটকের কেন্দ্রবিন্দু একজন সরল ও আত্মভোলা বৃদ্ধ। তাঁর চারপাশে নানা রকম হাস্যরসাত্মক ঘটনা ঘটে।
-
বিশেষত্ব: সংলাপের প্রাণবন্ততা এবং চরিত্রের অভিনয়গত বৈশিষ্ট্য নাটকটির জনপ্রিয়তার মূল।
-
চরিত্রসমূহ: কোনো কোনো চরিত্রে লেখকের আত্মীয়-বন্ধুদের ছায়াপাত লক্ষ্য করা যায়।
তুলনামূলক তথ্য:
-
‘জামাই বারিক’ – দীনবন্ধু মিত্র রচিত প্রহসন
-
‘বিবাহ-বিভ্রাট’ – নওরীন জাহান রচিত গ্রন্থ
-
‘হিতে বিপরীত’ – সুকুমার রায়ের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা
-
পরিবার: অভিজাত ঠাকুর পরিবার; পিতা – দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ – প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
পেশা ও দক্ষতা: কবি, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক
-
প্রথম প্রকাশিত কাব্য: বনফুল (বাল্যকালে প্রকাশিত)
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর বাড়ি
নাট্যকর্মের তালিকা (কিছু প্রধান)
-
বিসর্জন
-
রাজা
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
তাসের দেশ
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
ডাকঘর
-
বসন্ত
-
চণ্ডালিকা
-
নটীর পূজা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
কোন চরণটি সঠিক?
Created: 2 months ago
A
ধন ধান্যে পুষ্পে ভরা (ভুল উত্তর)
B
ধন্য ধান্যে পুষ্পে ভরা
C
ধণ্যে ধান্যে পুষ্প ভরা
D
ধন্যে ধান্য পুষ্পে ভরা
• 'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' - গানটির রচয়িতা দ্বিজেন্দলাল রায়।

ধন ধান্য পুষ্প ভরা
-- দ্বিজেন্দ্রলাল রায়
"ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।"
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা'।
0
Updated: 2 months ago
“কুসীদজীবী” বলতে কাদের বুঝায়?
Created: 1 month ago
A
চারণকবি
B
সাপুড়ে
C
সুদখোর
D
কৃষিজীবী
কুসীদজীবী
-
শব্দের ব্যবহার: বিশেষ্য ও বিশেষণ উভয়ভাবে করা যায়।
-
উৎপত্তি: সংস্কৃত থেকে এসেছে।
-
অর্থ: যে ব্যক্তি সুদে টাকা ধার দেয়, অর্থাৎ সুদখোর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago