To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
উত্তরের বিবরণ
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
The Excursion is written by -
Created: 2 months ago
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.
0
Updated: 2 months ago
The Renaissance period was-
Created: 2 weeks ago
A
1066 - 1500
B
1660 - 1785
C
1798 - 1832
D
1500 - 1660
The period from 1500 to 1660 in English literature is known as the Renaissance Period. This era marks the revival of classical learning, humanism, and artistic expression influenced by Greek and Roman ideals. It is often regarded as the age of literary brilliance, featuring writers like William Shakespeare, Edmund Spenser, Sir Philip Sidney, and Christopher Marlowe.
The major periods or ages of English literature are as follows:
-
450 – 1066: The Old English Period (Anglo-Saxon Age)
-
1066 – 1500: The Middle English Period
-
1500 – 1660: The Renaissance Period
-
1660 – 1785: The Neoclassical Period
-
1798 – 1832: The Romantic Period
-
1832 – 1901: The Victorian Period
-
1901 – 1939: The Modern Period
-
1939 – Till now: The Postmodern Period
0
Updated: 2 weeks ago
ou need not _________, it wasn’t your fault.
Created: 1 month ago
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
Need যখন modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন negative sentence-এ এর পরে not আসে এবং to ব্যবহার করা হয় না। অর্থাৎ, need not + verb (base form) গঠন ব্যবহার হয়।
-
Semi-modal: Need মূল verb হিসেবেও ব্যবহৃত হয়, আবার modal হিসেবেও।
-
নিয়ম: Need-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
-
Example sentences:
-
You needn’t take off your shoes.
-
You need not spend a lot of money on presents.
-
-
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.
-
এখানে apologize হলো base form, কারণ need modal হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
0
Updated: 4 weeks ago