Questions 31 to 35: Identify the erroneous part. If there is no error, choose option E.
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
A
auditor
B
egregiously misleading
C
uncovered
D
No error
উত্তরের বিবরণ
• The correct answer is — ঙ) No error
• Correct sentence:
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
-
Bangla: নিরীক্ষক আর্থিক বিবরণীতে বেশ কয়েকটি গুরুতর বিভ্রান্তিকর এন্ট্রি আবিষ্কার করেছেন।
• Explanation:
-
ক) auditor — Correct noun (subject)
-
খ) egregiously misleading (গুরুতর বিভ্রান্তিকর) — Proper adjective phrase ("egregiously" intensifies "misleading")
-
গ) uncovered — Correct verb (past tense)
-
ঘ) in the financial statements — Correct prepositional phrase (location)

0
Updated: 21 hours ago
What change in Darcy impresses Elizabeth most at Pemberley?
Created: 1 week ago
A
His new wealth
B
His politeness and humility
C
His dislike for Wickham
D
His sympathy for Collins
Elizabeth অবাক হয় দেখে Darcy কীভাবে Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করছে। Mrs. Reynoldsও Darcy-কে দয়ালু বলে বর্ণনা করেন। এখানে Darcy আর আগের অহংকারী মানুষ নয়, বরং বিনয়ী ও উদার। এই পরিবর্তন Elizabeth-কে প্রভাবিত করে। Austen দেখাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন জরুরি।

0
Updated: 1 week ago
What is the final resolution of the novel?
Created: 1 week ago
A
Lydia reforms completely
B
Darcy marries Caroline
C
Elizabeth and Darcy marry
D
Wickham gains wealth
উপন্যাসের সব দ্বন্দ্ব শেষে Elizabeth Darcy-এর দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে। তাদের বিয়ে Pride ও Prejudice উভয়ের জয়। পাশাপাশি Jane–Bingley-এর বিয়েও ঘটে। Austen উপন্যাসের শেষাংশে দেখান—প্রেম ও আত্মসংশোধনের মাধ্যমে সামাজিক বাধা অতিক্রম করা যায়। এভাবেই সুখী সমাপ্তি ঘটে।

0
Updated: 1 week ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 weeks ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 2 weeks ago