A
Antithesis
B
Fragment
C
Expansion
D
Perfection
উত্তরের বিবরণ
• Harbinger : Omen :: Epitome : Perfection
• শব্দগুলোর অর্থ:
-
Harbinger (Noun) — অগ্রদূত
-
Omen (Noun) — পূর্বাভাস
-
Epitome (Noun) — সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
• Given options:
-
ক) Antithesis (Noun) — সরাসরি বিপরীত বস্তু
-
খ) Fragment (Noun) — খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ
-
গ) Expansion (Noun) — বিস্তার; বিস্তারণ; প্রসারণ
-
ঘ) Perfection (Noun) — উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ
• Analogical Relation:
-
A harbinger is a type of omen (both indicate something to come).
-
Similarly, the epitome of something represents its perfection or highest form.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 21 hours ago
The milk smells off, so we shouldn’t drink it. Here 'off' is -
Created: 2 weeks ago
A
Noun
B
Adjective
C
Preposition
D
None
The milk smells off, so we shouldn’t drink it. Here 'off' is - Adjective.
- এখানে 'off' শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এখানে "off" শব্দটি দুধের অবস্থা বা গন্ধের পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়েছে — অর্থাৎ, দুধটি পচে গেছে বা খারাপ হয়ে গেছে।
- "off" এখানে adjective হিসেবে কাজ করছে কারণ এটি "milk" (noun) এর অবস্থা বর্ণনা করছে।
- "Smells off" মানে দুধের গন্ধে বোঝা যাচ্ছে এটি আর ভালো নেই।
• Off: [Adjective]
English meaning: (of food) no longer fresh enough to eat or drink.
Bangla meaning: (খাদ্য) আর খাওয়ার বা পান করার জন্য যথেষ্ট ভালো নয়।
Example:
- This fish has gone off.
- The milk smells off.
- I think this milk is slightly off.

0
Updated: 2 weeks ago
The train arrives _____ Dhaka _____ 7:30 AM _____ the 15th of July.
Created: 2 weeks ago
A
at, on, in
B
in, at, on
C
at, in, on
D
in, on, at
Prepositions: in, at, on
১. in
-
ব্যবহার: বড় স্থান (শহর, দেশ) বোঝাতে
-
উদাহরণ: I live in Dhaka.
-
বাংলা: আমি ঢাকায় থাকি।
-
২. at
-
ব্যবহার: নির্দিষ্ট সময় (ঘন্টা/মিনিট) বোঝাতে
-
উদাহরণ: I will see you at 5 pm.
-
বাংলা: আমি তোমায় ৫টায় দেখব।
-
৩. on
-
ব্যবহার: নির্দিষ্ট তারিখ/দিন বোঝাতে
-
উদাহরণ: The meeting was held on Monday.
-
বাংলা: সভাটি সোমবার অনুষ্ঠিত হয়েছিল।
-
ভুল অপশনগুলির বিশ্লেষণ:
-
ক) at, on, in:
-
at Dhaka → বড় শহরের জন্য at ব্যবহার করা হয় না।
-
-
গ) at, in, on:
-
at Dhaka → বড় শহরে at ব্যবহার অশুদ্ধ
-
in 7:30 AM → নির্দিষ্ট সময়ে in ব্যবহার করা হয় না।
-
-
ঘ) in, on, at:
-
on 7:30 AM → নির্দিষ্ট সময়ে on ব্যবহার অশুদ্ধ
-
at the 15th of July → তারিখে at ব্যবহার করা হয় না।
-
📚 Source: Applied English Grammar & Composition, P.C. DAS

0
Updated: 2 weeks ago
Who wrote the poem Ode to the West Wind?
Created: 3 days ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
No subjects available.
Ode to the West Wind
-
প্রকাশ: 1820
-
কবি P. B. Shelley এর passionate language ও symbolic imagery-এর উদাহরণ
-
কবিতায় West Wind-এর কাছে সাহায্য আহবান করা হয়েছে
-
লেখা হয়েছে: Cascine wood, Florence, Italy
-
সম্ভবত Shelley তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছেন
-
West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা সমাদর ও বৈপ্লবিক চিন্তার বিস্তার প্রতিফলিত
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley
-
English Romantic poet
-
ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য লেখা কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci

0
Updated: 3 days ago