Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
A
implausible
B
credible
C
irrefutable
D
veritable
উত্তরের বিবরণ
• Complete sentence:
Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
-
Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।
• Given options:
-
ক) implausible — অবিশ্বাস্য; অকল্পনীয়
-
খ) credible — বিশ্বাসযোগ্য
-
গ) irrefutable — মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য
-
ঘ) veritable — সত্যিকার; যথার্থ; প্রকৃত
-
ঙ) cogent — (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ক) implausible
-
কারণ বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
-
'Implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
The famous novel 'For Whom the Bell Tolls' was written by -
Created: 2 months ago
A
Thomas Hardy
B
John Donne
C
Mark Twain
D
Ernest Hemingway
For Whom the Bell Tolls
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: 1940
-
পটভূমি: Spanish Civil War, বিশেষত স্পেনের Segovia অঞ্চল
-
প্রধান চরিত্র: Robert Jordan, Maria, Pablo, Pilar
-
ধরণ: যুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের গল্প ফুটে ওঠে
Ernest Hemingway
-
পরিচয়: আমেরিকান novelist ও short-story writer
-
নোবেল পুরস্কার: 1954 (The Old Man and the Sea এর জন্য)
-
লেখনশৈলী: সংক্ষিপ্ত, সরল বাক্য, এবং গভীর অর্থবহ বর্ণনা
-
বিখ্যাত রচনা:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
অতিরিক্ত তথ্য:
-
"For Whom the Bell Tolls" শিরোনামটি এসেছে ইংরেজ কবি John Donne-এর একটি Meditation (Devotions upon Emergent Occasions) থেকে।
0
Updated: 2 months ago
The antonym of the word "Vehement" is -
Created: 1 month ago
A
Emphatic
B
Unemphatic
C
Vigorous
D
Flash
Vehement (Adjective)
Meaning: Showing strong feeling; forceful or intense.
Bangla: প্রবল; প্রচণ্ড; উদ্দাম; আবেগোদ্দীপ্ত।
Synonym: Emphatic, Vigorous
Antonym: Mild, Unemphatic
Example:
-
She gave a vehement denial.
-
He was a vehement supporter of environmental protection.
0
Updated: 1 month ago
Which word is an antonym of "tangential"?
Created: 1 month ago
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:
0
Updated: 1 month ago