We insist on you leaving the meeting before any further outbursts take place.
A
insist on
B
you
C
leaving
D
before
উত্তরের বিবরণ
• The error is — খ) you
• Correct sentence:
We insist on your leaving the meeting before any further outbursts take place.
-
Bangla: আমরা জোর দিচ্ছি যে আর কোনো বিস্ফোরণ ঘটার আগেই আপনি সভাটি ছেড়ে চলে যান।
• Explanation:
-
"insist on" requires a possessive pronoun + gerund
-
অর্থাৎ, "insist on"-এর পরে pronoun-এর possessive form + (verb+ing) ব্যবহার হয়
-
তাই you এর পরিবর্তে your ব্যবহার করা হবে
• Other parts:
-
ক) insist on — Correct phrase (demand firmly)
-
গ) leaving — Correct gerund (verb acting as a noun)
-
ঘ) before — Correct conjunction
0
Updated: 1 month ago
What is the synonym of “robust”?
Created: 1 month ago
A
Enormous
B
Agile
C
Unstable
D
Foul
• সঠিক উত্তর: খ) Fragile.
Robust
- Bangla Meaning: মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।
- English Meaning: having or exhibiting strength or vigorous health.
খ) Agile
- Bangla Meaning: ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।
- English Meaning: marked by ready ability to move with quick easy grace, moving easily.
Other options:
ক) Enormous
- Bangla Meaning: প্রচুর; বিরাট।
- English Meaning: marked by extraordinarily great size, number, or degree.
গ) Unstable
- Bangla Meaning: অনবস্থিত; স্থিতিহীন; নড়বড়ে; নড়নড়ে; অপ্রতিষ্ঠ; অস্থিত; অনস্থির; স্থিরতাশূন্য।
- English Meaning: not stable : not firm or fixed : not constant.
ঘ) Foul
- Bangla Meaning: নোংরা; পূতিগন্ধ; বিস্বাদ; বিশ্রী; জঘন্য।
- English Meaning: offensive to the senses : loathsome.
0
Updated: 1 month ago
Lord Byron is a -
Created: 2 months ago
A
Victorian poet
B
Romantic poet
C
Modern Poet
D
Neoclassical poet
Lord Byron (পূর্ণ নাম: George Gordon Byron) ছিলেন ইংরেজ সাহিত্যের একজন প্রখ্যাত Romantic poet.
• Lord Byron :
- Lord Byron রোমান্টিক যুগের কবি ছিলেন।
- তিনি 'Rebel Poet' নামে পরিচিত।
- তার পুরো নাম George Gordon Byron.
- তার কন্যা Lady Ada Augusta (প্রথম কম্পিউটার প্রোগ্রামার)।
- তার বিখ্যাত epic (মহাকাব্য) হচ্ছে Don Juan.
• His famous works:
- The Vision of Judgment.
- Hours of Idleness (collection of poems).
- Heaven and Earth.
- The Bride of Abydos.
- The Corsair.
- The Prisoner of Chillon.
- The Two Foscar.
0
Updated: 2 months ago
Choose the sentence that contains a subordinate clause.
Created: 1 month ago
A
I enjoy reading books.
B
Although it was raining, we went out.
C
She runs every morning.
D
They play football on weekends.
• Subordinate Clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে Principal Clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate Clause বলে।
• Subordinate Clause তিন প্রকার। যথা-
1. Noun Clause.
2. Adjective Clause.
3. Adverbial Clause.
• Subordinate Clause সাধারণত নিম্নলিখিত Word গুলো দিয়ে আরম্ভ হয়;
- Who, When, How, Where, Which, If, As, Although, That, Why, So that, In order that, Whom, Hardly, Scarcely, Barely, No sooner,
• যদি Although it was raining; এই clause টি একা বা স্বাধীনভাবে কোথাও ব্যবহার করা হয় তাহলে তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
- অর্থ প্রকাশের জন্য অন্য একটি Principal Clause এর উপর এটি নির্ভরশীল। যেখানে we went out. ব্যবহার করলে অর্থ প্রকাশ করছে।
- তাই এটি একটি Subordinate Clause.
• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে; তাই এরা Principal Clause.
0
Updated: 1 month ago