It is important that she follows the instructions carefully.
A
important
B
instructions
C
follows
D
carefully
উত্তরের বিবরণ
• The error is — গ) follows
• Correct sentence:
It is important that she follow the instructions carefully.
-
Bangla: তার জন্য নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
• Present Subjunctive:
-
চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে subordinate clause-এ verb-এর base form ব্যবহার করা হয়।
-
Formal English-এ, "It is important that...", "advised", "necessary", "recommended", "urgent", "obligatory", "required", "imperative", "mandatory", "proposed", "suggested" ইত্যাদি adjectives-এর পরে subjunctive mood ব্যবহার করা হয়।
-
Structure: It + be (any tense) + adjective + that + subject + simple verb (base form)
-
Negative ক্ষেত্রে verb-এর base form-এর আগে শুধু not বসবে; verb-এর সাথে কোনো -s/-es/-ed/-ing/-d/-t যুক্ত হবে না।
-
Be-verb থাকলে শুধু be বসবে।
-
American English-এ should ব্যবহার হয় না; British English-এ should + base form ব্যবহার হতে পারে।
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain
0
Updated: 1 month ago
Identify the type of phrase:
After the game, we went out for dinner.
Created: 1 month ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Prepositional Phrase
D
Verb Phrase
• Correct Answer: Prepositional Phrase
Explanation:
-
"After the game" একটি prepositional phrase, কারণ এটি after (preposition) দিয়ে শুরু হয়েছে এবং the game (preposition-এর object) নিয়ে গঠিত।
-
এতে কোনো verb নেই, তাই এটি clause নয়।
-
বাক্যে এটি went out ক্রিয়ার সময় নির্দেশ করছে, অর্থাৎ adverb-এর কাজ করছে।
Other options:
-
ক) Noun Phrase: কোনো noun বা pronoun এবং তার modifiers নিয়ে গঠিত; এখানে প্রযোজ্য নয়।
-
খ) Adjective Phrase: noun বা pronoun কে modify করে; এখানে প্রযোজ্য নয়।
-
ঘ) Verb Phrase: প্রধান verb ও সহায়ক verb নিয়ে গঠিত; এখানে verb নেই।
0
Updated: 1 month ago
The feminine gender of 'Colt' is:
Created: 2 months ago
A
Goat
B
Calf
C
Filly
D
Bitch
Feminine Gender of ‘Colt’
• Answer:
-
Colt (Masculine gender) → Filly (Feminine gender)
• Colt (Masculine gender)
-
English Meaning: A young male horse; a male foal
-
Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ
• Filly (Feminine gender)
-
Bangla Meaning: বাচ্চা ঘোটকী
• Other Examples:
-
Goat (Common gender) — ছাগল
-
He-goat / Billy-goat: পাঁঠা; ছাগ
-
She-goat / Nanny-goat: ছাগি
-
-
Calf (Common gender) — বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক
-
Bull calf: ষাঁড় বাছুর
-
Cow calf: গরু/স্ত্রী বাছুর
-
-
Bitch (Feminine gender) — স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী
-
Masculine gender: Dog
-
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
Mark Twain is -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
British author
Mark Twain ছিলেন একজন আমেরিকান humorist, journalist, lecturer, এবং novelist, যিনি তার ভ্রমণবিষয়ক রচনা এবং শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
-
Twain জীবদ্দশায় ২০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা:
-
The Innocents Abroad (১৮৬৯)
-
Roughing It (১৮৭২)
-
Life on the Mississippi (১৮৮৩), যা তাঁর লেখার শৈলী এবং রসবোধের নিখুঁত উদাহরণ।
-
-
Twain বিশেষভাবে পরিচিত ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য, যেমন:
-
The Adventures of Tom Sawyer (১৮৭৬)
-
Adventures of Huckleberry Finn (১৮৮৪)
-
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
The Adventures of Tom Sawyer (1876)
-
Adventures of Huckleberry Finn (1884)
-
The Prince and the Pauper
উৎস:
0
Updated: 1 month ago