It is important that she follows the instructions carefully.
A
important
B
instructions
C
follows
D
carefully
উত্তরের বিবরণ
• The error is — গ) follows
• Correct sentence:
It is important that she follow the instructions carefully.
-
Bangla: তার জন্য নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
• Present Subjunctive:
-
চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে subordinate clause-এ verb-এর base form ব্যবহার করা হয়।
-
Formal English-এ, "It is important that...", "advised", "necessary", "recommended", "urgent", "obligatory", "required", "imperative", "mandatory", "proposed", "suggested" ইত্যাদি adjectives-এর পরে subjunctive mood ব্যবহার করা হয়।
-
Structure: It + be (any tense) + adjective + that + subject + simple verb (base form)
-
Negative ক্ষেত্রে verb-এর base form-এর আগে শুধু not বসবে; verb-এর সাথে কোনো -s/-es/-ed/-ing/-d/-t যুক্ত হবে না।
-
Be-verb থাকলে শুধু be বসবে।
-
American English-এ should ব্যবহার হয় না; British English-এ should + base form ব্যবহার হতে পারে।
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain
0
Updated: 1 month ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!" - Who quoted it?
Created: 2 months ago
A
John Keats
B
T.S. Eliot
C
P.B. Shelley
D
John Milton
উক্তি:
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
-
উদ্ধৃতির উৎস: “Ode to the West Wind”
-
কবি: Percy Bysshe Shelley
বিস্তারিত আলোচনা:
-
প্রকাশকাল: ১৮২০
-
কবিতায় Shelley West Wind এর কাছে তাঁর নিজেকে প্রেরণা ও শক্তি দেওয়ার আহ্বান জানান।
-
কবিতার প্রতীকী ভাষা এবং আবেগময় চিত্রায়ণ এটিকে Romantic Period-এর এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে দাঁড় করায়।
-
কবি Cascine wood, Florence, Italy তে এই কবিতা রচনা করেন।
-
কেউ কেউ মনে করেন, কবিটি Shelley এর পুত্র William এর মৃত্যুশোকে উৎসর্গিত।
-
কবিতায় West Wind-এর বিপ্লবী শক্তি এবং প্রাকৃতিক প্রভাবকে সমাদর করা হয়েছে, এবং এটি ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Percy Bysshe Shelley এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
Poems: Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
সারসংক্ষেপ:
এই উক্তি Shelley-এর আবেগ, মানবদুর্দশা এবং প্রাকৃতিক শক্তির প্রতি তাঁর সমর্পণ প্রকাশ করে, যা Romantic কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago
Murder in the Cathedral is written by –
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
Christopher Marlowe
C
John Dryden
D
William Shakespeare
Murder in the Cathedral – T.S. Eliot
সঠিক উত্তর: ক) T. S. Eliot
সংক্ষিপ্ত সারাংশ:
-
“Murder in the Cathedral” হলো T.S. Eliot রচিত একটি বিখ্যাত Poetic Drama (Verse Drama)।
-
এটি ১৯৩৫ সালে প্রকাশিত ও ক্যান্টারবেরি ক্যাথেড্রালে প্রথম মঞ্চস্থ হয়।
-
নাটকটি Archbishop Thomas Becket-এর শহীদত্বের কাহিনির উপর ভিত্তি করে রচিত।
-
এতে ধর্ম, নৈতিকতা, রাজনীতি এবং কর্তব্যবোধের সংঘাত গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
নাটকটি আধুনিক ইংরেজি সাহিত্যে religious drama পুনর্জাগরণের পথিকৃৎ হিসেবে গণ্য।
বিস্তারিত বিশ্লেষণ:
-
নাটকটির প্রেক্ষাপট 1170 সালের Canterbury Cathedral, যেখানে Archbishop Thomas Becket রাজা Henry II-এর সঙ্গে বিরোধের কারণে নিহত হন।
-
Eliot এখানে কাব্যিক ভাষায় দেখিয়েছেন—
➤ একজন ধর্মীয় ব্যক্তিত্ব কিভাবে রাজনৈতিক শক্তির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নৈতিক সত্যে অবিচল থাকে। -
নাটকটি দুই অংশে বিভক্ত:
1️⃣ Part I: Becket-এর আত্মসংঘাত ও প্রস্তুতি
2️⃣ Part II: হত্যাকাণ্ড ও শহীদত্ব -
এতে একটি Chorus of Women রয়েছে, যারা গ্রীক ট্র্যাজেডির কোরাসের মতোই সাধারণ মানুষের ভয়, বিশ্বাস ও নৈতিক দ্বিধাকে উপস্থাপন করে।
তাই, “Murder in the Cathedral” কেবল একটি ঐতিহাসিক নাটক নয়—এটি ধর্মীয় বিশ্বাস, নৈতিক শক্তি ও আত্মত্যাগের এক গভীর প্রতীকী নাটক।
T. S. Eliot (Thomas Stearns Eliot):
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮ – সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫ – লন্ডন
-
পেশা: কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
পুরস্কার: Nobel Prize in Literature (1948)
-
Eliot ছিলেন Modernist Movement-এর অন্যতম প্রধান কবি।
Notable Works:
Poems:
-
The Waste Land (1922)
-
The Love Song of J. Alfred Prufrock
-
The Hollow Men
-
Ash Wednesday
-
Four Quartets
Plays:
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Confidential Clerk
-
The Elder Statesman
-
The Family Reunion
Extra Note:
-
“Murder in the Cathedral” is often called a “Modern Miracle Play” or “Saint’s Play” for its spiritual tone and subject.
-
Eliot used verse form, religious symbolism, and choric elements to revive medieval dramatic traditions in a modern setting.
🔹Key takeaway:
Murder in the Cathedral (1935) — A poetic drama by T.S. Eliot, based on the martyrdom of Archbishop Thomas Becket, portraying the conflict between spiritual integrity and worldly power.
0
Updated: 3 weeks ago
He is ill but he can run fast. [Simple]
Created: 1 month ago
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:
0
Updated: 1 month ago