Harbinger : Omen :: Epitome : ________
A
Antithesis
B
Fragment
C
Expansion
D
Perfection
উত্তরের বিবরণ
• Harbinger : Omen :: Epitome : Perfection
• শব্দগুলোর অর্থ:
-
Harbinger (Noun) — অগ্রদূত
-
Omen (Noun) — পূর্বাভাস
-
Epitome (Noun) — সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
• Given options:
-
ক) Antithesis (Noun) — সরাসরি বিপরীত বস্তু
-
খ) Fragment (Noun) — খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ
-
গ) Expansion (Noun) — বিস্তার; বিস্তারণ; প্রসারণ
-
ঘ) Perfection (Noun) — উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ
• Analogical Relation:
-
A harbinger is a type of omen (both indicate something to come).
-
Similarly, the epitome of something represents its perfection or highest form.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
What is Sidney’s main complaint about contemporary English drama?
Created: 5 months ago
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
0
Updated: 5 months ago
Mark Twain is -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
British author
Mark Twain ছিলেন একজন আমেরিকান humorist, journalist, lecturer, এবং novelist, যিনি তার ভ্রমণবিষয়ক রচনা এবং শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
-
Twain জীবদ্দশায় ২০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা:
-
The Innocents Abroad (১৮৬৯)
-
Roughing It (১৮৭২)
-
Life on the Mississippi (১৮৮৩), যা তাঁর লেখার শৈলী এবং রসবোধের নিখুঁত উদাহরণ।
-
-
Twain বিশেষভাবে পরিচিত ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য, যেমন:
-
The Adventures of Tom Sawyer (১৮৭৬)
-
Adventures of Huckleberry Finn (১৮৮৪)
-
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
The Adventures of Tom Sawyer (1876)
-
Adventures of Huckleberry Finn (1884)
-
The Prince and the Pauper
উৎস:
0
Updated: 1 month ago
Which period is "William Wordsworth" associated with?
Created: 1 month ago
A
Neoclassical Period
B
Romantic Period
C
Victorian Period
D
Modern Period
সঠিক উত্তর হলো Romantic Period।
-
William Wordsworth
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত, যা তার কবিতায় প্রকাশ পেয়েছে
-
তার কিছু উল্লেখযোগ্য কাজ: London 1802 এবং ট্র্যাজেডি The Borderers, যেখানে French Revolution-এর প্রভাব লক্ষ্য করা যায়
-
তাকে বলা হয় The Father of the Romantic Age
-
A Preface to Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা) ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা করে
-
Lake Poet নামে পরিচিত, কারণ তার বাল্যকাল কেটেছে England-এর Lake District এলাকায়
-
১৮৪৩ সালে Poet Laureate হিসেবে সম্মানিত হন
-
-
Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy poems, ইত্যাদি
-
-
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
0
Updated: 1 month ago