Which of the following pairs represents an incorrect synonym?
A
Extirpate: Destroy
B
Intrepid: Unheroic
C
Amenable: Responsible
D
Temerity: Audacity
উত্তরের বিবরণ
• The incorrect synonym pair is — খ) Intrepid: Unheroic
-
Intrepid (অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক) এবং Unheroic (অবীরোচিত; ভীরুতার পরিচায়ক) পরস্পর বিপরীত অর্থের, সমার্থক নয়।
• Other options:
-
ক) Extirpate (সম্পূর্ণ ধ্বংস করা) ↔ Destroy (ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ করা)
-
গ) Amenable ((ব্যক্তি) সংবেদনশীল; বাধ্য; (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী) ↔ Responsible ((ব্যক্তি) আইনত অথবা নীতিগতভাবে দায়ী)
-
ঘ) Temerity (হঠকারিতা; দুঃসাহস) ↔ Audacity (দুঃসাহস; স্পর্ধা; ধৃষ্টতা)
-
এই শব্দগুলো পরস্পর সমার্থক (synonyms)।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
'Caesar and Cleopatra' is—
Created: 1 month ago
A
a tragedy by William Shakespeare
B
a poem by Lord Byron
C
a play by Bernard Shaw
D
a novel by S. T. Coleridge
Caesar and Cleopatra হলো একটি নাটক যা ১৮৯৮ সালে G.B. Shaw দ্বারা লেখা হয় এবং এটি জুলিয়াস সিজার ও ক্লিওপাট্রার সম্পর্কের কাল্পনিক কাহিনী উপস্থাপন করে।
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০) একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁকে The greatest modern English dramatist এবং The father of modern English literature হিসেবে খ্যাতি লাভ।
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Candida
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Arms and The Man
-
Doctor's Dilemma
-
St. Joan of Arc
-
You Never Can Tell
-
Major Barbara
-
Man of Destiny
-
Pygmalion
-
Androcles and The Lion
0
Updated: 1 month ago
The Renaissance period was-
Created: 2 weeks ago
A
1066 - 1500
B
1660 - 1785
C
1798 - 1832
D
1500 - 1660
The period from 1500 to 1660 in English literature is known as the Renaissance Period. This era marks the revival of classical learning, humanism, and artistic expression influenced by Greek and Roman ideals. It is often regarded as the age of literary brilliance, featuring writers like William Shakespeare, Edmund Spenser, Sir Philip Sidney, and Christopher Marlowe.
The major periods or ages of English literature are as follows:
-
450 – 1066: The Old English Period (Anglo-Saxon Age)
-
1066 – 1500: The Middle English Period
-
1500 – 1660: The Renaissance Period
-
1660 – 1785: The Neoclassical Period
-
1798 – 1832: The Romantic Period
-
1832 – 1901: The Victorian Period
-
1901 – 1939: The Modern Period
-
1939 – Till now: The Postmodern Period
0
Updated: 2 weeks ago
Squire Allworthy is a character from
Created: 1 month ago
A
A Tale of Tub
B
Jane Eyre
C
Sense and Sensibility
D
Tom Jones
Squire Allworthy চরিত্রটি এসেছে Henry Fielding-এর উপন্যাস Tom Jones (The History of Tom Jones, a Foundling) থেকে। এটি একটি comic novel, যা প্রথম প্রকাশিত হয় ১৭৪৯ সালে—অর্থাৎ ১৮শ শতকের প্রথমার্ধে। উপন্যাসটি মূলত রোমান্টিক প্লটের ওপর নির্মিত হলেও এটি Picaresque Novel-এরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia Western
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim ইত্যাদি
সারসংক্ষেপ
টম জোন্স নামের এক অনাথ শিশুকে গ্রামের ভদ্রলোক Squire Allworthy আশ্রয় দেন এবং লালন-পালন করেন। টম বড় হতে হতে সদয়, সৎ কিন্তু চঞ্চল ও কিছুটা উচ্ছৃঙ্খল যুবকে পরিণত হয়। সে প্রেমে পড়ে সম্ভ্রান্ত পরিবারের কন্যা Sophia Western-এর। কিন্তু তার জন্মপরিচয় নিয়ে অনিশ্চয়তা এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে নানা জটিলতার সৃষ্টি হয়। জীবনের পথে টম নানা সামাজিক সমস্যা ও বিচিত্র চরিত্রের মুখোমুখি হয়। সবশেষে সে নিজের প্রকৃত পরিচয় জানতে পারে এবং Sophia-কে বিয়ে করতে সক্ষম হয়।
Henry Fielding
-
তাঁকে Samuel Richardson-এর সঙ্গে “Father of the Modern English Novel” বলা হয়।
-
তিনি বিশেষভাবে Picaresque Novel রচনার জন্য খ্যাত।
-
তাঁর ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
প্রধান রচনা
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
অন্য বিকল্পগুলো
-
A Tale of a Tub — Jonathan Swift
-
Jane Eyre — Charlotte Brontë
-
Sense and Sensibility — Jane Austen
0
Updated: 1 month ago