Which of the following best replaces the word 'Colossus'?
A
Diminutive
B
Implicit
C
Mammoth
D
Pygmy
উত্তরের বিবরণ
• The required answer is — গ) Mammoth
• Colossus (Noun)
-
English Meaning: a person or thing of great size, influence, or ability; a statue of gigantic size and proportions
-
Bangla Meaning: অতিকায় মূর্তি (বিশেষত কোনো মানুষের বাস্তব আকার অপেক্ষা অনেক বড়)
• Given options:
-
ক) Diminutive — হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র
-
খ) Implicit — ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা
-
গ) Mammoth — অধুনালুপ্ত লোমশ হাতিবিশেষ; (attributive(ly)) প্রকাণ্ড; বিশাল
-
ঘ) Pygmy — (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন; (২) বামন; বেঁটে; (৩) খুব ছোট আকারের
• সুতরাং, Mammoth শব্দটি 'Colossus' শব্দের প্রতিস্থাপন।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
The Vision of Judgement is a poem written by:
Created: 3 weeks ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
“The Vision of Judgment” হলো Lord Byron রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে কবি ধর্ম, নৈতিকতা এবং রাজনীতির জটিল সম্পর্ককে বিদ্রূপাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এটি মূলত রাজা এবং তার মৃত্যুর পর বিচারপ্রক্রিয়া নিয়ে লেখা হলেও, এর মাধ্যমে Byron সমকালীন সমাজব্যবস্থা ও রাজনৈতিক ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাঁর স্বভাবজাত ব্যঙ্গরস ও কৌতুকপূর্ণ ভাষা কবিতাটিকে একইসঙ্গে হাস্যরসাত্মক ও চিন্তাপ্রবণ করে তুলেছে।
• The Vision of Judgment:
-
এই কবিতাটি Lord Byron রচিত একটি satirical poem।
-
এটি ছিল Poet Laureate Robert Southey-এর লেখা “A Vision of Judgement” কবিতার প্রত্যুত্তরস্বরূপ রচনা।
-
Byron এখানে irony, hyperbole, এবং sarcasm-এর ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দ্বিচারিতাকে ব্যঙ্গ করেছেন।
-
কবিতায় তিনি কেবল রাজার পরজীবনের বিচারকেই তুলে ধরেননি, বরং সেই সময়ের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়কেও প্রকাশ করেছেন।
-
এটি Byron-এর সেই স্বতন্ত্র ব্যঙ্গাত্মক শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন, যা পাঠককে একইসঙ্গে হাসায় ও ভাবায়।
• Lord Byron (1788–1824):
-
পূর্ণ নাম George Gordon Byron।
-
তিনি ছিলেন একজন British Romantic poet এবং Satirist।
-
Byron ছিলেন Romantic Movement-এর অন্যতম প্রধান কবি, যিনি তাঁর বিদ্রোহী মনোভাব, তীক্ষ্ণ ব্যঙ্গ, এবং আবেগময় শৈলীর জন্য প্রসিদ্ধ।
• Byron-এর উল্লেখযোগ্য রচনাসমূহ:
Poetry:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
Poem:
-
She Walks in Beauty
-
The Vision of Judgment
সঠিক উত্তর: গ) Lord Byron
0
Updated: 3 weeks ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Xylaphone
B
Xylophona
C
Xylophone
D
Xilophone
• The correct spelling is 'Xylophone' (Noun).
- English meaning: A musical instrument made of two rows of wooden bars of different lengths that you hit with two small sticks.
- Bangla meaning: দুটি সমান্তরাল কাঠের পাত বা কাঠের হাতুড়ি সংযুক্ত বিবিধ ধ্বনি সৃজনক্ষম বাদ্যযন্ত্রবিশেষ।
• Example sentence: The child learned to play the xylophone in music class.
- Bangla meaning: শিশুটি সঙ্গীত ক্লাসে ঝাঁপরাল বাজানো শিখল।
0
Updated: 1 month ago
Which play tells the story of a jealous Moorish general?
Created: 1 month ago
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com
0
Updated: 1 month ago