Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
উত্তরের বিবরণ
• All the words are correctly spelled.
• Options:
-
ক) Amateur (Noun)
-
English Meaning: A person who is incompetent or inept at a particular activity
-
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ
-
-
খ) Indispensable (Adjective)
-
English Meaning: Absolutely necessary
-
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়
-
-
গ) Dilapidated (Adjective)
-
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect
-
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
ঘ) Secretariat (Noun)
-
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one
-
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
-
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
In which war is A Farewell to Arms set?
Created: 2 months ago
A
World War I
B
World War II
C
The Spanish Civil War
D
The American Civil War
✦ A Farewell to Arms (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরণ: Novel, American literature classic
-
প্রেক্ষাপট: World War I (ক)
-
বৈশিষ্ট্য: Autobiographical elements, “arms” দ্বারা অস্ত্র এবং প্রেমিকার হাতের প্রতীক প্রকাশ
-
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
জন্ম: ইলিনয়, আমেরিকা
-
পরিচয়: Novelist, short-story writer
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত এবং স্পষ্ট গদ্যশৈলী, ২০ শতকে American এবং British সাহিত্যে প্রভাব
-
পুরস্কার: Nobel Prize in Literature ১৯৫৪ (The Old Man and The Sea)
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
The Old Man and The Sea (Pulitzer Prize)
-
0
Updated: 2 months ago
The word 'decadent' means-
Created: 1 month ago
A
rotten
B
morally declined
C
dissident
D
defiant
Decadent হলো একটি adjective, যা বোঝায় নৈতিকভাবে অবনত বা পতিত হওয়া এবং শুধুমাত্র আনন্দ-উপভোগের দিকে মনোযোগী থাকা।
উদাহরণ:
-
There was something very decadent about filling ourselves with so much rich food.
অন্য অপশন বিশ্লেষণ:
-
Rotten: পচা।
-
Morally declined: নৈতিকভাবে অবনতি হওয়া বা নৈতিকভাবে পতিত হওয়া।
-
Dissident: ভিন্নমতাবলম্বী বা মতবিরোধী।
-
Defiant: স্পর্ধিত, অবজ্ঞাপূর্ণ বা অবাধ্য।
অতএব, decadent শব্দের সঠিক অর্থ হলো morally declined।
0
Updated: 1 month ago
Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture
0
Updated: 1 month ago