Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
A
Voluptuous
B
Temperament
C
Supercillious
D
Sanctimonious
উত্তরের বিবরণ
• The misspelled word is — গ) Supercillious
-
The correct spelling is Supercilious.
• Supercilious (Adjective)
-
English Meaning: behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important
-
Bangla Meaning: উন্নাসিক; সব কিছুকে ঘৃণা করে এমন, উদ্ধত, অহংকৃত, গর্বিত
• Other options:
-
ক) Voluptuous (Adjective) — ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর
-
খ) Temperament (Noun) — শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ
-
ঘ) Sanctimonious (Adjective) — লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Which one is the correct sentence?
Created: 1 month ago
A
The doctor found my pulse.
B
The doctor took my pulse.
C
The doctor examined my pulse.
D
The doctor saw my pulse.
Take someone’s pulse / Check someone’s pulse
অর্থ: কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা।
বিস্তারিত: কারো কব্জির ধমনিতে হাত রেখে এক মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা গণনা করা। এটি সাধারণত শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: হাতের কবজিতে ধমনির স্পন্দন মাপা।
উৎস: Cambridge Dictionary
0
Updated: 1 month ago
Three-fifths of the voters ______ the new law.
Created: 1 month ago
A
opposes
B
oppose
C
opposed
D
opposing
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম অংশ যদি One এর বেশি হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় (যেমন: Two-thirds)। তবে প্রথম অংশ যদি One হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর Subject যদি singular হয়, তাহলে Verb singular হবে।
-
Subject যদি plural হয়, তাহলে Verb plural হবে।
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.
0
Updated: 1 month ago
If you cry wolf too often, people will stop believing you.
Here, the phrase "cry wolf" means -
Created: 1 month ago
A
To ask for help when it is really needed.
B
To pretend to be innocent.
C
To show courage in danger.
D
To give a false alarm repeatedly.
The required answer: To give a false alarm repeatedly
Cry wolf (Idiom):
-
English Meaning: Call for help when it is not needed, with the effect that one is not believed when one really does need help.
-
Bangla Meaning: অপ্রয়োজনে সাহায্য চেয়ে প্রয়োজনের সময় সাহায্য না পাওয়া।
Example Sentence:
-
If you cry wolf too often, people will stop believing you.
-
Bangla Meaning: যদি তুমি অপ্রয়োজনে সাহায্য চেয়ে বেড়াও, মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে।
0
Updated: 1 month ago