Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
A
Guardian
B
Indescretion
C
Hallucination
D
Forfeit
উত্তরের বিবরণ
• The misspelled word is — খ) Indescretion
-
The correct spelling is Indiscretion.
• Indiscretion (Noun)
-
English Meaning: Lack of care in saying or doing things that should be kept secret, or an act or statement that shows such lack of care
-
Bangla Meaning: অসাবধান/অসতর্ক আচরণ; অসতর্কতা; অসাবধানতা; অবৈচক্ষণ্য; অবিচারণা
• Other options:
-
ক) Guardian (Noun) — তত্ত্বাবধায়ক; অভিভাবক
-
গ) Hallucination (Noun) — দৃষ্টিভ্রম; অবর্তমান বা কল্পিত কিছু দেখার প্রক্রিয়া বা দৃষ্টান্ত
-
ঘ) Forfeit (Noun, Verb, Adjective) — বাজেয়াপ্ত করা; খেসারত; মাসুল; দণ্ড
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Choose the correct time frame of the Neoclassical Period.
Created: 1 month ago
A
1560–1885
B
1760–1885
C
1660–1885
D
1660–1785
The Neoclassical Period (1660–1785)
-
ইংরেজি সাহিত্যে 1660–1785 সময়কে Neoclassical Period বলা হয়।
-
তিন ভাগে বিভক্ত:
-
The Restoration Period
-
The Augustan Age
-
The Age of Sensibility
-
-
একে Pseudo-classical Ageও বলা হয়, কারণ লেখকেরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যকে অনুকরণ করেছেন।
বিখ্যাত সাহিত্যিকগণ
-
John Milton
-
John Dryden
-
Jonathan Swift
-
Alexander Pope
-
Henry Fielding
-
Daniel Defoe
0
Updated: 1 month ago
Which idiom fits this sentence?
"We must _____ the weather when planning the outdoor event."
Created: 1 month ago
A
take the chair
B
take the cake
C
take into account
D
take the bull by the horns
Take into account একটি বাক্যাংশ যা বোঝায় কোনো বিষয় বা বিষয়সমূহকে বিবেচনায় রাখা বা বিবেচনা করা বিশেষত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। এটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
-
Correct Answer: take into account
-
Full Sentence Example: "We must take into account the weather when planning the outdoor event."
-
Bangla Meaning: আমাদের বাইরের অনুষ্ঠান পরিকল্পনা করার সময় আবহাওয়াকে বিবেচনা করতে হবে।
-
-
English Meaning: Consider something along with other factors before reaching a decision
-
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
-
Incorrect Options:
-
take the chair – চেয়ারপারসনের ভূমিকা পালন করা
-
take the cake – সবচেয়ে অবিস্মরণীয় বা উল্লেখযোগ্য হওয়া (ভালো বা খারাপ)
-
take the bull by the horns – সাহসিকতার সঙ্গে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা
-
-
Example Sentence:
-
A good architect takes into account the building's surroundings.
-
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
-
0
Updated: 1 month ago
Which option contains only correct spellings?
Created: 1 month ago
A
Ebullance, Ebulliate
B
Ebulense, Ebulant
C
Ebullinse, Ebullint
D
Ebullience, Ebullient
Ebullient একটি adjective, যা বোঝায় উত্তেজিত ও উদ্দীপ্ত মনোভাব, আনন্দ বা উদ্দীপনা প্রকাশ করা। এর সাথে সংশ্লিষ্ট noun Ebullience, যা উচ্ছ্বাস বা উদ্দীপনা বোঝায়।
-
Ebullient (adjective)
English Meaning: Excited and enthusiastic
Bangla Meaning: উচ্ছ্বসিত -
Correct Spellings / Answer: ঘ) Ebullience, Ebullient
-
Other Forms:
-
Ebullience (noun): উচ্ছ্বাস
-
-
Example Sentence:
-
His mood was ebullient, and he had every reason to be satisfied.
-
-
Source:
0
Updated: 1 month ago