A
সুন্দরী
B
নারী
C
রম্য
D
তনয়া
উত্তরের বিবরণ
‘কন্যা’ শব্দের সমার্থক শব্দ:
দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।
অন্যদিকে,
• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।
• ‘নারী’ শব্দের সমার্থক শব্দ:
দারা, ধনি, রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 23 hours ago
১৯) 'সবিতা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
চাঁদ
B
রাত
C
সূর্য
D
কিরণ
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দসমূহ
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
জলধি
B
গগন
C
পানি
D
অবনি
জলধি- সাগর, সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি। গগন- আকাশ, আসমান, অম্বর, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ।
অবনী- পৃথিবী, ধরা, ধরিত্রী, ধরণী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল। অম্বু- পানি, জল, বারি, সলিল, উদক, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয় ।

0
Updated: 1 week ago
পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 week ago
A
অচল
B
উপল
C
ভূধর
D
অন্দ্রি
পর্বত শব্দের প্রতিশব্দ - অচল, অদ্রি, ভূ - ধর, শৈল, গিরি, চূরা, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র ইত্যাদি। উপল শব্দের প্রতিশব্দ - পাথর, প্রস্তর, শিলা, শিল, পাষাণ, অশ্ম, কাঁকর, কঙ্গর।

0
Updated: 1 week ago