কোনটি অন্তর্হতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A
বলিয়া > বলে
B
কবাট > কপাট
C
ফাল্গুন > ফাগুন
D
গাছুয়া > গেছো
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে?
Created: 2 weeks ago
A
৩৯টি
B
৩৫টি
C
৩২টি
D
৩৭টি
ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক, যা অর্থ প্রকাশ না করলেও শব্দ গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়—
১. মৌলিক স্বরধ্বনি
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি): [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি): [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]
এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
0
Updated: 2 weeks ago
ধ্বনির প্রতীককে কী বলা হয়?
Created: 1 month ago
A
শব্দ
B
অক্ষর
C
বর্ণ
D
ভাষা
বর্ণ
-
বর্ণ হলো ধ্বনির প্রতীক।
-
বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় হিসেবে পরিণত করে।
-
ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
-
ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালা দুই ভাগে ভাগ করা হয়:
-
স্বরবর্ণ – স্বরধ্বনির প্রতীক
-
ব্যঞ্জনবর্ণ – ব্যঞ্জনধ্বনির প্রতীক
-
-
বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি।
-
এছাড়া মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে:
-
কারবর্ণ
-
অনুবর্ণ
-
যুক্তবর্ণ
-
সংখ্যাবর্ণ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
Created: 3 weeks ago
A
অভিশ্রুতি
B
অন্তর্হতি
C
প্রাতিপদিক
D
ব্যঞ্জন বিকৃতি
প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দ, যা কোনো ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। সাধারণত মুখ, পা, বই ইত্যাদি শব্দকে প্রাতিপদিক বলা হয়।
-
প্রাতিপদিক
-
বিভক্তিহীন নাম শব্দ
-
উদাহরণ: মুখ, পা, বই
-
-
ধ্বনি পরিবর্তন
-
উচ্চারণের সুবিধার জন্য কিছু শব্দের ধ্বনি পরিবর্তিত হয়
-
ধ্বনি পরিবর্তনের প্রধান উদাহরণ: অভিশ্রুতি, অন্তর্হতি, এবং ব্যঞ্জন বিকৃতি
-
-
অভিশ্রুতি
-
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সঙ্গে মিলিয়ে পরবর্তী স্বরের পরিবর্তন ঘটলে অভিশ্রুতি ঘটে
-
উদাহরণ:
-
করিয়া → কইরিয়া → কইরা
-
শুনিয়া → শুনে
-
বলিয়া → বলে
-
হাটুয়া → হাউটা → হেটো
-
মাছুয়া → মেছাে
-
-
-
অন্তর্হতি
-
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলা হয়
-
উদাহরণ:
-
ফলাহার → ফলার
-
আলাহিদা → আলাদা
-
ফাল্গুন → ফাগুন
-
-
-
ব্যঞ্জন বিকৃতি
-
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলা হয়
-
উদাহরণ:
-
কবাট → কপাট
-
ধােবা → ধােপা
-
ধাইমা → দাইমা
-
-
0
Updated: 3 weeks ago